আজকে কী-বোর্ডের শর্টকাটের নাড়ি নক্ষত্র সম্পর্ক জেনে নিবো মাত্র ৩ মিনিটে, আমরা সকলেই জানি যে কম্পিউটার একটি ইলেক্ট্রনিক্স বা গনণাকারী যন্ত্র।
আমরা সবাই কমবেশি বিভিন্ন কাজের জন্যে কম্পিউটার ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। আর এই দৈনন্দিন কাজ গুলো সম্পন্ন করতে কী-বোর্ড ব্যবহারের কোন বিকল্প নেই। তাই দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমরা খুব সহজেই কী-বোর্ডকে যেভাবে কাজে লাগাতে পারি সেটাই জানবো আজকে এই পোস্টের মাধ্যমে।
আমরা সবাই কমবেশি বিভিন্ন কাজের জন্যে কম্পিউটার ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। আর এই দৈনন্দিন কাজ গুলো সম্পন্ন করতে কী-বোর্ড ব্যবহারের কোন বিকল্প নেই। তাই দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমরা খুব সহজেই কী-বোর্ডকে যেভাবে কাজে লাগাতে পারি সেটাই জানবো আজকে এই পোস্টের মাধ্যমে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কী-বোর্ডের কিছু জাদুকরী শর্টকাট সম্পর্কেঃ
- যেভাবে আপনি খুব সহজেই ডিসপ্লেকে ডানে, বামে, উপরে এবং নিচে সরাবেন কী-বোর্ডের মাধ্যমে চলুন জেনে নেই। কী-বোর্ড থেকে Windows key + Arrow keys এর মাধ্যমে শর্টকাটে নিজের ইচ্ছা মতো ডিসপ্লেকে ডানে বামে উপরে নিচে নিয়ে নিন নিজের ইচ্ছা মতো খুব সহজেই।
- কম্পিউটারের টাস্কবারে পিনকরে রাখা অ্যাপ গুলো যে পদ্ধতিতে কি-বোর্ড দ্বারা অনায়াসেই ওপেন করতে পারেন। কী-বোর্ড থেকে Windows key + Number key প্রেস করে খুব সহজেই ওপেন করে ফেলুন আপনার পিনকৃত অ্যাপ গুলো।
- আপনার কম্পিউটারে কোন কোন অ্যাপ বর্তমানে চালু আছে সেটা দেখার জন্যে কি-বোর্ড থেকে যেই কী প্রেস করবেন ! কী-বোর্ড থেকে Windows key + Tab Button প্রেস করেই দেখে নিতে পারেন আপনার কম্পিউটারে চালুকৃত অ্যাপসমূহ।
- প্রজেক্টরের সেটিংস এর কাজ আমরা অনেকই ম্যানুয়ালি করে থাকি , তবে এটা খুব সহজেই কী-বোর্ড থেকে সেট করবেন যেভাবে। কী-বোর্ড থেকে Windows key + P Button চেপে প্রজেক্টরের সেটিং সম্পন্ন করা যায়।
- কম্পিউটারের রান অপশনটি আমরা অনেকেই ম্যানুয়ালি সেটিংস থেকে ওপেন করে থাকি, তবে এটা কি-বোর্ড এর মাধ্যমে সহজে যেভাবে ওপেন করা যায় । কী-বোর্ড থেকে Windows key + R Button চেপে অতি সহজেই কাজে লাগানো যায়।
- কম্পিউটারের সকল প্রকার সেটিংস অপশন দ্রুত পেতে কী-বোর্ড থেকে ওপেন করবেন যে পদ্ধতিতে। কী-বোর্ড থেকে Windows key + X Button চেপে সহজেই পেয়ে যাবেন সকল সেটিংস অপশন গুলো।
- কম্পিউটারের স্কিন জুম করার জন্যে কী-বোর্ড থেকে আপনাকে যা করতে হবে চলুন দেখে নেই। কী-বোর্ড থেকে জুম করার জন্যে Windows key এবং + Button চেপে সহজেই কম্পিউটার স্কিনকে জুম করতে পারবেন। আবার জুম আউট করার জন্য একই ভাবে কী-বোর্ড থেকে Windows key এবং - Button চেপে সহজেই কম্পিউটার স্কিনকে জুম আউট করে নিতে পারবেন।
- কম্পিউটারের বিভিন্ন অ্যাপ সমূহ এবং সেটিংস অথবা ফাইল খুজে পেতে কি-বোর্ড থেকে যেভাবে সার্চ করতে হয়। কী-বোর্ড থেকে Windows key + S Button চেপে সহজেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সার্চ রেজাল্টসমূহ।
- কম্পিউটারের একশন সেন্টারটি দ্রুত ওপেন করবেন যেভাবে কী-বোর্ডের মাধ্যমে। কী-বোর্ড থেকে Windows key + A Button চেপে সহজেই পেয়ে যাবেন আপনার কম্পিউটারের একশন সেন্টারটি।
- আমরা একসাথে কম্পিউটারে অনেক গুলা কাজ করে থাকি তাই সেই উন্ডো গুলা এক প্রেসেই যেভাবে বন্ধ করবেন কী-বোর্ড থেকে। কী-বোর্ড থেকে Windows key + D Button চেপে সহজেই আপনার কম্পিউটারের সকল উন্ডো গুলা বন্ধ করে ফেলতে পারেন। সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য একই ভাবে আবার কী-বোর্ড থেকে Windows key + D Button প্রেস করতে হবে।
আজকে এই পর্যন্তই, এর পরের কোন পোস্টে আরো মজার মজার সকল শর্টকাট সমন্ধে জানাতে চলে আসবো আমরা আপনারদের পাশে। তাই সকল প্রকার আপডেট খবর জানতে আমাদের ফেসবুক পেজ অথবা টুইটারের অফিসিয়াল পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
0 মন্তব্যসমূহ