সাধারন নীতিমালা ও শর্তসমূহ

সাধারন টার্মসঃ

১। আপনি ওয়েবসাইটটি দেখার সময় যখন আমাদের সার্ভারগুলি স্বাভাবিকভাবেই আপনার প্রোগ্রামটি প্রেরণ করা ডেটা রেকর্ড করে।

২। এই তথ্যটি ডেটা অন্তর্ভুক্ত করতে পারে, উদাহরণস্বরূপ, আপনার গ্যাজেটের আইপি ঠিকানা, প্রোগ্রামের ধরণ এবং কাজের কাঠামোর ধরণ ইত্যাদি।

৩। আপনার ব্যক্তিগত কোন মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

৪। আমাদের কোন তথ্য ভুল মনে হলে বা সংশধনের প্রয়োজন মনে হলে আমাদের অবহিত করুন।

৫। এই সাইটে প্রকাশিত কোন বহিঃর্গত লিঙ্কের কোন নিরাপত্তা প্রদান আমরা প্রদান করে থাকি না, নিজ দায়িত্বে বহিঃর্গত লিঙ্কে প্রবেশ করতে হবে এবং সেখানে কোন তথ্য প্রবেশ করানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।


কপিরাইট নীতিঃ

১। Techinfoai এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র Techinfoai। যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ।

২। Techinfoai তে প্রকাশিত পোস্ট গুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে যদি কোন পোস্ট কখনো কোন সোর্সের সাথে সরাসরি মিলে যায় আর মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে আমাদের জানাতে পারেন এখানে ক্লিক করে যোগাযোগ

৩। এই সাইটের কন্টেন্ট কপি করা সম্পূর্ন নিষিদ্ধ, আর কেউ যদি ব্যবহার করতে চাই তবে প্রকাশের পূর্বে আমাদের অবগত করতে হবে।


সাইটটি ভিজিট করার মাধ্যমে এই সাইটের উপরোক্ত সকল শর্ত, ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আপনি যদি আমাদের কোন শর্ত, ও নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে এই সাইটের তথ্য গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন। আমাদের কোনো শর্ত, ও নীতিমালার বিষয়ে আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে এখানে ক্লিক করুন এই যোগাযোগ পেজে।


গোপনীয়তা নীতিঃ

১। আমরা আমাদের ওয়েবসাইটের ট্র্যাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার  করি। আপনার কোন কোন বিষয়ের উপর পছন্দ রয়েছে তা জেনে আপনার পছন্দের বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন  বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের) সাথে  আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার  করে থাকি।

২। এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট পড়তে পারবেন তবে এখানে থেকে কপি করে অন্যকোন সাইটের ব্যবহার করা যাবেনা।

৩। আপনি চাইলে আপনার নিজের লিখা পোস্ট করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ওয়েবসাটের মালিকে পারমিশন নিতে হবে কোন ধরণের লিখা আপনি এখানে পোস্ট করতে পারবেন এবং কোন গুলো পারবেন না।

কমেন্ট পলিসিঃ

১। আপনি এই ওয়েবসাইটে কোনো পোস্ট বা পেইজে মন্তব্য চাইলে, যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট বিষয়ের উপর চাইলে মন্তব্য করতে পারবেন।

২। আপনি যেই পোস্ট বা পেইজে মন্তব্য করতে চাইছেন সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন বা গঠনমূলক সমালোচনা করতে পারবেন।

৩। আপনি কমেন্ট করার সময় সকল ধরণের অশালীন ও আক্রমনাত্বক শব্দের ব্যবহার করতে পারবেন না এখানে, আপনার কোনকিছু পছন্দ না হলে এড়িয়ে যান। 


আমাদের সাথে থাকার জন্য আপনাকে Techinfoai এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)