ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেসের তালিকা (Freelancing Marketplace List)

freelancing marketplace lists

মার্কেটপ্লেসের তালিকা (Freelancing Marketplace List):

ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশে এবং দেশের বাহিরে খুব জনপ্রিয় একটি মুক্ত পেশা। অনেকে মাসে লাখ টাকার উপরে ইনকাম করছেন। যেমন অনেক সুযোগ-সুবিধা রয়েছে তেমনি নিজের স্বাধীনতা রয়েছে কাজের ক্ষেত্রে। 

বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট এ নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের কাজ করে ঘরে বসেই হাজার হাজার টাকা আয় করা সম্ভব। আউটসোর্সিং প্রজেক্টের মাধ্যমে বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান  ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে।

বর্তমানে বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার কমিউনিটি বিদ্যমান। অর্থাৎ, পৃথিবীতে সর্বমোট যে সংখ্যক ফ্রিল্যান্সার আছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে আছে ভারত এবং তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট থাকলেও সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ না। কেননা অনেকে শখের বশে একাউন্ট খুলে আর এখানে কাজ করেননা এমন অনেক সংখ্যক লোক রয়েছে।

তাই আমি মনে করি আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে নিজের ক্যারিয়ারকে গড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি বিষয়ে খুব ভালোভাবে স্কিল অর্জন করতে হবে। কেননা দিনে দিনে প্রতিটি মার্কেটপ্লেসে কিন্তু কম্পিটিশন বেড়ে চলেছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকেও চলার ক্ষেত্রে অবশ্যই স্কিলফুল হতে হবে।

চলুন তাহলে দেরি না করে এখন আমরা জেনে নিব কোন কোন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা যায়। মার্কেটপ্লেসের সংখ্যা অসংখ্য রয়েছে , তবে আমি আজকে আপনাদের জন্য কয়েকটি মস্ট পপুলার মার্কেটপ্লেসগুলোর নাম এখানে তালিকাভুক্ত করে দেবো।

আপনি যদি অনলাইনে খোঁজ করেন তাহলে এর বা তালিকার বাহিরেও অনেক মার্কেটপ্লেস পেয়ে যাবেন। সেখান থেকে আপনার কাছে যেটি অথেন্টিক মনে হবে সেই সাইটে আপনি কাজ করে আপনার সার্ভিস গুলো সেল করতে পারেন।

ফ্রীল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেসের তালিকাঃ

  1. Upwork.com
  2. Fiverr.com
  3. Peopleperhour.com
  4. Guru.com
  5. Freelancer.com
  6. 99designs.com
  7. Belancer.com
  8. Toptal.com
  9. Truelancer.com 
  10. amazon.com
  11. seoclerks
  12. kajkey.com
  13. flexjobs.com
  14. simplyhired.com
  15. aquent.com
  16. publoft.com
  17. linkedin.com
  18. designhill.com
  19. talent.hubstaff.com
  20. solidgigs.com
  21. weworkremotely.com
  22. dribbble.com
  23. gigster.com
  24. behance.net
  25. cloudpeeps.com
  26.  X-Team 
  27. ScalablePath
  28. Servicescape
  29. Writerbay
  30. freelancermap
  31. Freelance Writing Jobs
  32. yeeply
  33. Job.com
  34. freelance.com
  35. gun.io
  36. Wonolo
  37. Freelance-info.fr
  38. CloudPeeps
  39. JournalismJobs.com
  40. Communo.com 
  41. Taskcity 
  42. workhoppers
  43. GovernmentBids.com
  44. Hire My Mom
  45. Authentic Jobs
  46. UseMe
  47. translatorbase
  48.  bidvine
  49. crowdsite 
  50. Paperell
  51. businesstalentgroup 
  52. Folyo
  53. Coding Ninjas
  54. 2Polyglot
  55. freelanceindia.com 
  56. pertemps.co.uk
  57. Freelance-informatique.fr
  58. DesignQuote
  59. FreelanceZone.com.sg
  60. Freelance Success
  61. LocalSolo
  62. Speedlancer 
  63. awesomeweb 
  64. jyve
  65. yunojuno
  66. Joomlancers
  67. workfast 
  68. Brigad.co
  69. Koder
  70. StudentFreelance
  71. PovioRemote
  72. FreeWork 
  73. Work Tasker
  74. FreelanceDesigners
  75. Genuine Jobs
  76. dolancing
  77. Freelancers.net
  78. parttimerz 
  79. hexidesign
  80. SiliconBali
  81. hoofdkraan.nl
  82. Freelance auction 
  83. programming bids
  84. Craigslist
  85. Coroflot 
  86. worktasker.com
আপনাদের সুবিধার জন্য আমি প্রথমদিকে ৮ টি ওয়েবসাইট রেখেছি যে এগুলো থেকে আপনারা খুব সহজেই ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি অন্য কোন ওয়েবসাইটে কাজ করতে চান, তাহলে নিচের যে সমস্ত তালিকা রয়েছে সেগুলো দেখে ভালো মন্দ বিচার করে এই ওয়েবসাইটগুলোতেও কাজ করতে পারেন।

আপনি আপনার যেকোনো একটি স্কিল ডেভেলপ করে এসব সাইটে আপনার সার্ভিস গুলো সেল করতে পারবেন অনায়াসে। আপনি যদি এসইও দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এসইও রিলেটেড সমস্ত সার্ভিস আপনি আপনার ক্লায়েন্টদের প্রোভাইড করতে পারেন এই সমস্ত সাইটের মাধ্যমে।

আপনি যদি এসে রিলেটেড তথ্য সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি পড়তে পারেন এসইও দিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে এখানে ক্লিক করে এসইও সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন।

আশা করি আপনি যদি এই পোস্টটি ভাল করে দেখে থাকেন তাহলে প্রত্যেকটি মার্কেটপ্লেস সম্পর্কে জেনে নিতে পারবেন গুগলে সার্চ করেই। এছাড়াও যদি কোন ধরনের প্রবলেম হয় তাহলে আপনি প্রয়োজন মনে করলে আমাদের কন্টাক্ট ফর্ম পূরণ করে ইনফর্ম করলে আমাদের সাপোর্টে আপনার সাথে যোগাযোগ করবে। 

আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজ এবং টুইটারে অফিশিয়াল পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ