পদ্মা সেতুর টোল তালিকা

পদ্মা সেতুর টোল তালিকা

পদ্মা সেতুর টোল তালিকা সম্পর্কে অনেকেই জানার জন্যে খুঁজাখুঁজি করছেন হয়তোবা। যে কোন যানবাহনের জন্যে কতো করে টোল নির্ধারন করা হয়েছে সেই সম্পর্কে। তাই আজকে আমি আপনাদের সুবিধার জন্যে নিচে পদ্মা সেতুর টোল তালিকা দিয়ে দিলাম টেবিল আকারে।

আরও পড়ুনঃ পদ্মা সেতু বাঁকা কেনো?

পদ্মা সেতুর টোল তালিকা: গত ২৫ জুন উদ্ধোধন করা হয় আমাদের স্বপ্নের পদ্মা সেতু। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নিজেই প্রথম টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। পদ্মা সেতুতে কোন যানবাহনের কত টোল তার তালিকা নিচে দেয়া হলো:

**_যানবাহনের শ্রেণি_****_টোল হার_**
মোটর সাইকেল১০০/-
কার, জীপ৭৫০/-
পিকআপ১২০০/-
মাইক্রোবাস১৩০০/-
ছোট বাস (৩১ আসন বা এর কম)১৪০০/-
মাঝারি বাস ( ৩২ আসন বা এর বেশি)২০০০/-
বড় বাস (৩ এক্সেল)২৪০০/-
ছোট ট্রাক (৫ টন পর্যন্ত)১৬০০/-
মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন পর্যন্ত)২১০০/-
মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন পর্যন্ত)২৮০০/-
ট্রাক (৩ এক্সেল পর্যন্ত)৫৫০০/-
ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত)৬০০০/-
ট্রেইলার (৪ এক্সেলের অধিক)৬০০০/-(+)প্রতি এক্সেল ১৫০০/-

আপনারা যারা এই পদ্মা সেতুর টোল তালিকা নিয়ে বা আরও অনেকেই হয়তো সার্চ করছেন এই ভাবে যে পদ্মা সেতুর টোল নির্ধারণ ২০২২, পদ্মা সেতুর টোল ভাড়া ২০২২, পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত, পদ্মা সেতু বিশ্বের কততম সেতু। তাদের জন্যে অনেক হেল্পফুল হবে আশা করছি। পোস্টটি পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ