আমাদের মাঝে যারা খেলাধুলা প্রেমী রয়েছেন তারা ব্যতিত কিন্তু ফুটবল খেলা নিয়ে সাধারণ জ্ঞান বা খেলাধুলা সাধারণ জ্ঞান নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। এই ধরুন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কাতার বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য।
এখন কি করবেন আপনি? দেখা যাবে যে কিছু উত্তর এমনিতেই মনের মতো করে দিলেন আর কিছুটা জেনে দিলেন কিন্তু প্রপারলী কেউই কিন্তু সঠিক উত্তর করতে পারবেন না। আর তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যেমে খেলাধুলা সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়ে গিয়েছি।
প্রথমেই চলুন জেনে নেওয়া যাক কাতার বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে কিছু তথ্য সম্পর্কে। তাই দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায়।
কাতার বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান
আমরা জানি যে কাতার বিশ্বকাপ ২০২২ হল ২২তম আসর। আর এই ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কাতারের আল-খোর শহরের আল-বাইত স্টেডিয়ামে।তাহলে যদি বলা হয়
ফুটবল বিশ্বকাপ ২০২২ কত তম?
উত্তরঃ বাইশ তম,যা ২০২২ এর ২০ নভেম্বর শুরু হয়। আর এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়, স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
আরও পড়ুনঃ বাংলাদেশ বিষয়াবলী mcq exam | বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান
কাতার বিশ্বকাপের প্রাইজমানি কত টাকা
আমরা সকলেই কিন্তু টাকা পয়সার হিসাব করতে বেশ ভালবাসি তাই না? ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি কত টাকা ছিল এবং কোন দেশ কত টাকা পেয়েছে এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। তাই কাতার বিশ্বকাপের প্রাইজমানি কত টাকা সেটি নিচে তুলে ধরলাম আপনাদের জন্য।
- কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পেয়েছে => ৪ কোটি ২০ লাখ ডলার
- কাতার বিশ্বকাপের রানার্সআপ দল পেয়েছে => ৩ কোটি ডলার
- কাতার বিশ্বকাপের তৃতীয় দল পেয়েছে => ২ কোটি ৭০ লাখ ডলার
- কাতার বিশ্বকাপের চতুর্থ দল পেয়েছে => ২ কোটি ৫০ লাখ ডলার
- কাতার বিশ্বকাপের ৫ম থেকে ৮ম দল পেয়েছে => প্রতিটি দল পাবে ১ কোটি ৭০ লাখ ডলার। সব মিলিয়ে ৬ কোটি ৮০ লাখ ডলার
- কাতার বিশ্বকাপের ৯ম থেকে ১৬তম দল পেয়েছে => প্রতিটি দল পাবে ১ কোটি ৩০ লাখ ডলার। সব মিলিয়ে ১০ কোটি ৪০ লাখ ডলার
- কাতার বিশ্বকাপের ১৭তম থেকে ৩২তম দল পেয়েছে => প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার। সব মিলিয়ে ১৪ কোটি ৪০ লাখ ডলার
আশা করি কাতার বিশ্বকাপের প্রাইজমানি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা আপনারা পেয়ে গিয়েছেন উপরের আলোচনা থেকে। এখন চলুন তাহলে জেনে নেওয়া যাক ফুটবল খেলা সর্ম্পকে সাধারণ জ্ঞান গুলোর সম্পর্কে।
১) বিশ্বকাপে অফিসিয়াল গান গাওয়া শুরু হয় কত সাল থেকে?
উত্তরঃ ১৯৬২ সালে
২) কোন দেশের বিশ্বকাপে প্রথম অফিসিয়াল গান গাওয়া হয়?
উত্তরঃ চিলিতে
৩) সর্বপ্রথম গাওয়া অফিসিয়াল গানের নাম কী?
উত্তরঃ এল রক দি মুন্দিয়াল
৪) বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলে কোন দেশ?
উত্তরঃ জার্মানি
৫) জার্মানি বিশ্বকাপে মোট কতটি ম্যাচ খেলে?
উত্তরঃ ১০৬টি
৬) বিশ্বকাপে ২য় সর্বোচ্চ ম্যাচ খেলে কোন দেশ?
উত্তরঃ ব্রাজিল
৭) বিশ্বকাপে কোন দেশ সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে?
উত্তরঃ ফ্রান্স,উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র (১৯টি করে হেরেছে)
৮) বিশ্বকাপে কোন দেশ সবচেয়ে বেশি কার্ড দেখেছে?
উত্তরঃ আর্জেন্টিনা(১২০টি)
৯) বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ গোল সংখ্যা কার?
উত্তরঃ মেসি ও সুয়ারেস(২০টি করে)
১০) ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের নায়ক কে?
উত্তরঃ ম্যারাডোনা
১১) ম্যারাডোনার সর্বশেষ গোল কোন দেশের বিপক্ষ?
উত্তরঃ গ্রিসের বিপক্ষে(১৯৯৪)
১২) ফুটবল বিশ্বে "কালোমানিক"নামে পরিচিত কে?
উত্তরঃ ব্রাজিলের কিংবদন্তি "পেলেকে"।
১৩) পেলের শেষ গোল কোন দেশের বিপক্ষে?
উত্তরঃ ইতালির(১৯৭০)
১৪) বিশ্বকাপের ইতিহাসে একমাত্র কোন সব কয়টি চূড়ান্ত পর্ব পার হয়ে ২০টি বিশ্বকাপের আসরই খেলেছে?
উত্তরঃ ব্রাজিল
১৫) কোন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়েছে?
উত্তরঃ ১৯৫৪ সালের বিশ্বকাপে।
১৬) ১৯৫৪ সালের বিশ্বকাপে মোট কতটি গোল হয়েছিল?
উত্তরঃ ১৪০টি।
১৭) বাংলাদেশের দর্শক প্রথম টিভিতে বিশ্বকাপ দেখে কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে
১৮) ফুটবল রেংকিং এ মোট কতটি দেশ অন্তর্ভুক্ত আছে?
উত্তরঃ ২০৩টি
১৯) ২০১৮ সাল অনুযায়ী ফুটবল রেংকিং এ বাংলাদেশ কততম?
উত্তরঃ ১৯৭
২০) প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৩০(উরুগুয়েতে)
২১) বাংলাদেশ যে ফুটবলপ্রেমী বহির্বিশ্বে প্রথম কত সালে প্রচার হয়?
উত্তরঃ ১৯৯৪ (ম্যারাডোনাকে নিষিদ্ধ করার কারণে এক উকিল ফিফার বিরোদ্ধে মামলা করলে)
২২) বিশ্বকাপ ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেন কে?
উত্তরঃ মিরোস্লাভ ক্লোসা
২৩) মিরোস্লাভ ক্লোসা কতটি গোল করেন?
উত্তরঃ ১৬টি
২৪) বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেন কে?
উত্তরঃ রোনালদো
২৫) রোনালদো বিশ্বকাপে কতটি গোল করেছেন?
উত্তরঃ ১৫টি
২৬) বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোল কার?
উত্তরঃ জার্ড মুলার(১৪ টি
২৭) বিশ্বকাপে চতুর্থ গোলকারী কে?
উত্তরঃ জাস্ট ফন্টেইন(১৩টি)
২৮) বিশ্বকাপে পঞ্চম গোলদাতাকে?
উত্তরঃ পেলে (১২টি)
২৯) ১৯৫৮ সালে এক আসরেই ১৩ টা গোল করেছেন ফ্রান্সের কোন খেলোয়াড়?
উত্তরঃ ফ্রান্সের ফন্টেইন(১৯৫৮)
৩০) ১৯৭০ বিশ্বকাপে ৬ ম্যাচেই গোল করেছিলেন ব্রাজিলের কোন খেলোয়ার?
উত্তরঃ জেয়ার জিনহো
আরও পড়ুনঃ বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২২
৩১) অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গোল করেন কে?
উত্তরঃ ম্যারাডোনার
৩২) ম্যারাডোনা কতটি গোল করেছিল?
উত্তরঃ ৬টি
৩৩)রাশিয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৮ কততম?
উত্তরঃ ২১তম ।
৩৪) রাশিয়ার কতটি শহরে এবারের ফিফা বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে
৩৫) রাশিয়া বিশ্বকাপে মোট কতটি দল খেলবে?
উত্তরঃ ৩২টি।
৩৬) রাশিয়া বিশ্বকাপের মাস্কট কী?
উত্তরঃ 'জাবিভাকা'।
৩৭) রুশ ভাষায় "জাভিকা" অর্থ কী?
উত্তরঃ যে গোল করে (নেকড়ে)
৩৮) রাশিয়া বিশ্বকাপে বলের নাম কী?
উত্তরঃ টেলস্টার।
৩৯) প্রথম বারের মতো এবার রাশিয়া বিশ্বকাপে খেলবে কোন দুটি দেশ?
উত্তরঃ পানামা এবং আইসল্যান্ড।
৪০) কে কত সালে ফুটবলে প্রথম "গোল্ডেন সু" জিতেন?
উত্তরঃ ১৯৮২সালে ইতালির পাওলো রসি
৪১) গোল্ডেন সুর বর্তমান নাম কী?
উত্তরঃ গোল্ডেন বুট(২০১০)
৪২) গোল্ডেন বুট নাম হলে প্রথম পুরস্কারটি কে পান?
উত্তরঃ থমাস মুলার।
৪৩) প্রথম বিশ্বকাপে(১৯৩০) সবচেয়ে বেশি গোল করেন কে?
উত্তরঃ আর্জেন্টিনা গুইলেরমো স্তাবিলে(৮টি)
৪৪) বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন কোন খেলোয়ার?
উত্তরঃ ভিভিয়ান রিচার্সন
৪৫) ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল কোথাই অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ উরুগুয়েতে(প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্য
৪৬) বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতার কে?
উত্তরঃ ফ্রান্সের লসিয়েন লাউরেন্ত।
৪৭) বিশ্বকাপ ফুটবলে প্রথম বহিষ্কৃত খেলোয়াড়ের নাম কি?
উত্তরঃ মারিও ডেলাস কালাস(১৯৩০ সালে পেরু-রোমানিয়ার ম্যাচে)
৪৮) ১৯৩০ সালে মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ আর্জেন্টিনার গুইলারমো স্ট্যাবিল।
৪৯) বিশ্বকাপে প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কে?
উত্তরঃ পাতেরনস্তার(১৯৩০ আর্জেন্টিনা)
৫০) পেনাল্টি থেকে প্রথম গোল করেন কে?
উত্তরঃ ম্যানুয়াল রকোয়েটস(১৯৩০)
৫১) প্রথম বিশ্বকাপ ফুটবল ফাইনালে প্রথম গোলদাতার নাম কি?
উত্তরঃ উরুগুয়ের পাবলো ডোরাডো।
৫২) বিশ্বকাপে প্রথম ইউরোপীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ ইতালির অ্যাঞ্জেলো শিয়াবিওই, (১৯৩৪ সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন)
৫৩) টেলভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৪ সালে
৫৪) বিশ্বকাপ ইতিহাসে প্রথম অমীমাংসিত খেলা কোনটি?
উত্তরঃ অস্ট্রিয়া-ফ্রান্সের(১-১গোলে ড্র)
৫৫) বিশ্বকাপের ১৩তম(১৯৮৬) আসরের মাস্কট কী ছিল?
উত্তরঃ পিকে নামক এক মরিচ।
৫৬) ১৯৮৬ সালে বলের নাম কী ছিল?
উত্তরঃ আজতেকা
৫৭) ১৯৮৬ সালের বিশ্বকাপে কতটি দল খেলেছিল?
উত্তরঃ ২৪টি।
৫৮) ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে কতটি দেশ অংশ নিয়েছিল?
উত্তরঃ ১৩টি
৫৯) বিশ্বকাপের প্রথম আসরের ম্যাচে দর্শক সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৩০০ জন।
৬০) ১৯৩০ সালের ফাইনাল ম্যাচে দর্শক সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৯৩ হাজার।
৬১) প্রথম বিশ্বকাপে(১৯৩০) মোট কতটি গোল হয়েছিল?
উত্তরঃ ৭০টি
৬২) প্রথম বিশ্বকাপে কতটি হ্যাটট্রিক হয়েছিল?
উত্তরঃ ৩টি
৬৩) প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ উরুগুয়ে (৪-২) গোলে।
৬৪) প্রথম আসরে ফিফার কোন নির্ধরাতি বল না থাকায় কাদের বল দিয়ে ফাইনাল খেলা হয়?
উত্তরঃ প্রথমার্ধে আর্জেন্টিনার(তারা করে ২ গোল) দ্বিতীয়ার্ধে উরুগুয়ের(তারা করে ৪ গোল)
৬৫) বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করেন কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রেরর পেটেনভ
৬৬) সবচেয়ে বেশি গোল করেন কে?
উত্তরঃ আর্জেন্টিনার গুলেইমো স্ট্যাবিল(৮টি)
৬৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা অনুযায়ী কত সালের
আইনে অন্য দেশের # পতাকা_উত্তোলন নিষিদ্ধ?
উত্তরঃ ১৯৭২ সালের।
৬৮) বিশ্বকাপ নিয়ে নেইমারের প্রথম স্মৃতি কত সালের?
উত্তরঃ ১৯৯৪ সালের(হল্যান্ডের খেলা)
৬৯) ফিফার সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সুইজারল্যান্ডের জুরিখে
৭০) রাশিয়া বিশ্বকাপের মাস্কট "জাবিভাকা"র(যে গোল করে)ডিজাইনার কে?
উত্তরঃ একাতেরিনা বোচারোভা।
৭১) রাশিয়া বিশ্বকাপের বল টেলস্টার-১৮ এর নির্মাতা কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান 'অ্যাডিডাস'।
৭২) টেলেস্টার বল প্রথম কত সালে ব্যবহার করা হয়?
উত্তরঃ ১৯৬৮ সালে(২০১৮ বিশ্বকাপে ৫০বছর হলো এ বলের)
৭৩) ব্যালন ডি'অর জেতা ইতিহাসের একমাত্র গোল রক্ষক কে?
উত্তরঃ রুশ ফুটবলের প্রতীক'লেভ ইয়াসিন'।
৭৪) ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ খেলতে কতটি দেশ বাছাই পর্বে অংশ নেয়?
উত্তরঃ ২১০টি।
৭৫) বাছাই পর্বে মোট কতটি খেলা ও গোল হয়?
উত্তরঃ ৮৭২টি খেলা ও ২৪৫৪টি গোল।
৭৬) ২০১৮ সালের বিশ্বকাপে কতটি দেশের রেফারি ম্যাচ পরিচালনা করবেন?
উত্তরঃ ৪৬ দেশের ১১২ জন।
৭৭) ফুটবলে বা রাশিয়া বিশ্বকাপে নতুন সংযোজন VAR কী?
উত্তরঃ ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি।
৭৮) রাশিয়া বিশ্বকাপে মোট প্রাইজমানি কত?
উত্তরঃ ৪০০ মিলিয়ন ডলার বা ৩,৩২৬ কোটি টাকা
৭৯) চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দল কত কোটি টাকা পাবে?
উত্তরঃ ৩৮ মিলিয়ন ও ২৮ মিলিয়ন করে।
৮০) রাশিয়া বিশ্বকাপে জ্যোতিষি বা গণকের ভূমিকা পালন করবে কোন প্রাণী?
উত্তরঃ অ্যাকিলিস দ্য ক্যাট নামের বেড়াল
৮১) প্রথম ভবিষ্যদ্বাণী করে আলোড়ন সৃষ্টিকারী প্রাণীর নাম কী?
উত্তরঃ জার্মান অক্টোপাস পল(২০১০)
৮২) আরব থেকে রাশিয়া বিশ্বকাপে কতটি দেশ অংশ নিচ্ছে?
উত্তরঃ ৪টি (সৌদি,মরক্কো,তিউনিসিয়া ও মিসর)
৮৩) ২০১৮ সালের বিশ্বকাপে কতটি মুসলিম দেশ অংশ নিচ্ছে?
উত্তরঃ ৭টি(সৌদি,ইরান,মিসর,নাইজেরিয়া,তিউনেসিয়া,মরক্কো ও সেনেগাল)
৮৪) সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় কোন দেশ?
উত্তরঃ আইসল্যান্ড(৩ লাখ ৬৫ হাজার)
৮৫) ফুটবল বিশকাপের ইতিহাসে সর্বোচ্চবার বিশ্বকাপ খেলে কতজন?
উত্তরঃ ২ জন(৫টি করে,কারবাজাল-ম্যাক্সিকো ও ম্যাথিউস-জার্মানি)
General Knowledge - সাধারণ জ্ঞান
৮৬) ২১তম রাশিয়া বিশ্বকাপে কে ৫ম বারের মতো খেলবে?
উত্তরঃ ম্যাক্সিকোর রাফায়েল মার্কেজ(২০০২ সালে প্রথম খেলেছিল)
৮৭) ২০১৮ বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়ার কে?
উত্তরঃ মিসরের গোলরক্ষক আল হাদারি(৪৫ বছর ৫ মাস)
৮৮) বিশ্বকাপ জয়ী একমাত্র কোন দেশ রাশিয়া বিশ্বকাপ খেলতে পারছে না?
উত্তরঃ ইতালি
৮৯) বিশ্বকাপ খেলা কোন দলগুলো বাছাই পর্বে ব্যর্থ হওয়ায় রাশিয়া বিশ্বকাপ খেলতে পারছে না?
উত্তরঃ নেদারল্যান্ড, চিলি,প্যারাগুয়ে, ক্যামেরুন,ঘানা,যুক্তরাষ্ট্র,ওয়েলস ইত্যাদি।
৯০) বিশ্বকাপ ট্রফিতে কত ক্যারেট খাঁটি মূল্যবান স্বর্ণ আছে?
উত্তরঃ ১৮ ক্যারেট।
৯১) বিশ্বকাপ ট্রফির নিচে বিশ্বকাপ জয়ী দেশের নামকরণ শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে
৯২) কত সালের পর বিশ্বকাপ জয়ী দেশের নাম লেখার জায়গা থাকবে না?
উত্তরঃ ২০৩৮ সালের পর।
৯৩) বিশ্বকাপ ট্রফিটি নির্মাণ করেন কে?
উত্তরঃ ইতালিও ভাস্কর সিলভিও গাজ্জানিগার।
৯৪) বিশ্বকাপে প্রথম ম্যাচ হয় কোন কোন দেশের সাথে?
উত্তরঃ ফ্রান্স ও ম্যাক্সিকোর সাথে।
৯৫) বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেন কে?
উত্তরঃ লুসিয়েন লরেন্ত(ফ্রান্স)
৯৬) বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ী দেশের নাম কী?
উত্তরঃ ফ্রান্স(৪-১)
৯৭) বিশ্বকাপের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন দেশের নাম কী?
উত্তরঃ উরুগুয়ে(১৩ বার বিশ্বকাপ খেলেছে)
৯৮) বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্যালান্টি শর্ট নেন কে?
উত্তরঃ কার্লোস ভিদাল(চিলি)
৯৯) বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্যালান্টি সেভ করেন কোন গোলরক্ষক?
উত্তরঃ অ্যালিক্সিস থিপট(ফ্রান্স)
১০০) বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্যালান্টি থেকে গোল করেন কে?
উত্তরঃ ম্যানুয়েল রোজাস(ম্যাক্সিকো)
১০১। আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?
উত্তরঃ ১৪-১৬ আউন্স
১০২। আন্তর্জাতিক ফুটবল মাঠের মাপ কত?
উত্তরঃ ১১৫ গজ / ৭৫ গজ
১০৩। কত সালে ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ হয়?
উত্তরঃ ১৮৪৮ সালে
১০৪। প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ উরুগুয়েতে ১৯৩০
১০৫। ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯০৪ সালে
১০৬। ফিফা'র সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জুরিখ
১০৭। ফিফা বর্ষসেরা পুরস্কার (পুরুষ) চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৯১ সালে
১০৮। প্রথম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ উরুগুয়ে
১০৯। প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ উরুগুয়ে
১১০। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৩০ সালে
১১১। ১৯৩০-১৯৭০ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ট্রফির নাম কী ছিল?
উত্তরঃ জুলে রিমে ট্রফি
১১২। ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির ডিজাইনার কে?
উত্তরঃ সিলভিও গাজ্জানিগা
১১৩। কোন বিশ্বকাপ দুটি অনুষ্ঠিত হয়নি?
উত্তরঃ ১৯৪২ ও ১৯৪৬
১১৪। বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট ও গোল্ডেন বল কত সালে প্রবর্তন করা হয়?
উত্তরঃ ১৯৮২
১১৫। বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ ব্রাজিল
১১৬। বিখ্যাত ফুটবলার ম্যারাডোনার দেশ
উত্তরঃ আর্জেন্টিনা
১১৭। টোটাল ফুটবলের জনক
উত্তরঃ জোয়ান ক্রূয়েফ
১১৮। উইজাড অব দ্য ড্রিবল নামে পরিচিত
উত্তরঃ স্ট্যানলি ম্যাথুজ
১১৯। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি?
উত্তরঃ কাতার
১২০। জুলে রিমের দেশ কোনটি?
উত্তরঃ ফ্রান্স
তাই আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং টুইটারে লাইক দিয়ে সাথেই থাকুন। এতে করে নতুন কোন আপডেট বা পোস্ট পাবলিশ এর সাথে সাথে নটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ