টেকইনফো এ-আই
https://www.techinfoai.com/2022/10/google-core-update-news.html
গুগল আপডেট নিউজ | Google Update 2022
গুগল আপডেট নিউজ | Google Update 2022 => গুগলের এলগোরিদম আপডেট এর কাজ বেশ অনেক আগে থেকেই শুরু হয়েছে। প্রথম দিকে গুগলের কিছু কোর আপডেট হলেও দিনে দিনে তারা নতুন নতুন আপডেট করছে সার্চ এলগোরিদমের । আর এই সমস্ত Google Update 2022 এর ফলে বিপাকে পড়েছেন ওয়েবসাইটের মালিকগণ।
কেননা গুগলের আপডেট নিউজ দেখার জন্যে যারা সার্চ করছেন তারা সবাই এই গুগল আপডেটের ভুক্তভুগি। এই সমস্ত আপডেটের ফলে যাদের ওয়েবসাইটে লো-কোয়ালিটি কনটেন্ট ছিল বা অনেক খারাপ ব্যাকলিংক এবং এফিলিয়েট প্রডাক্ট রিভিউয়ের সাথে সংযুক্ত ছিল তাদের ওয়েবসাইটকে ডাউন করে দেওয়া হয়েছে গুগলের সার্চ কুয়েরি থেকে।
তাই আজকের এই পোস্টের মাধ্যেমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো গুগলের এই আপডেট সমূহ সম্পর্কে। যে কি কি আপডেট তারা করেছে এবং কখন থেকে আপডেট গুলো তারা শুরু করেছে সেই বিষয় গুলো নিয়ে।
আরও পড়ুনঃ দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায় ২০২২
List of Google Search ranking updates
এই পর্যায়ে গুগলের আপডেটের কারনে কি কি পরিবর্তন এসেছে তাঁর সম্পূর্ণ একটি চার্ট আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং সেখানে দেওয়া প্রতিটি লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন।
তাই আপনি যদি জানতে চান যে কি কি কারনে আপনার ওয়েবসাইটটি ডাউন হয়েছে তাহলে সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়তে থাকুন এবং টেবিলে দেওয়া প্রতিটি লিংকে গিয়ে ভাল ভাবে চেক করে নিন। যে গুগলের কোন আপডেট এর কারনে আপনার ওয়েবসাইটি ডাউন হয়েছে।
আপনারা যদি উপরের টেবিলে দেওয়া সকল আপডেট গুলো এক এক করে চেক করে দেখেন তাহলে আপনার কাছে গুগল আপডেট ২০২২ (Google Update 2022) নিয়ে আশা করি সকল প্রশ্নের উত্তর মিলে যাবে। তাই সকল আপডেট গুলো মনযোগ সহকারে দেখুন। এছাড়াও আপনি চাইলে এই লিংক থেকে সরাসরি গুগলের ওয়েবসাইট থেকে সকল আপডেট দেখে নিতে পারেন। গুগল আপডেট নিউজ | Google Update 2022
Google Update 2022 - গুগল আপডেট নিউজ ২০২২ এর ভিডিও
আপনাদের সুবিধার জন্যে আমি গুগল আপডেটের উপরে একটি ভিডিও বানিয়েছিলাম। আপনাদের যদি মনে হয়ে ভিডিও থেকে পুরো বিষয় সম্পর্কে দেখে দেখে জেনে নিবেন তাহলে সেটিও করতে পারেন। তাই এই পর্যায়ে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি এখানে নিচে সংযুক্ত করে দিলাম আপনাদের সুবিধার জন্যে।
এই ধরনের তথ্যবহুল পোস্ট গুলো পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আমাদের অফিশিয়াল পেজ গুলো ফলো করলে নতুন কোন পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এছাড়াও আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আপনি জানাতে পারবেন মেসেঞ্জারে টেক্সট করে অথবা কন্টাক্ট ফর্ম পূরণের মাধ্যমে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন