বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর পর্ব-১

আমরা অনেকেই বিভিন্ন ধরনের কুইজ প্রশ্ন ও উত্তর পর্বে অংশগ্রহণ করে থাকি। এছাড়াও আপনারা যারা চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর পর্ব-১

আর তাই আপনারা যারা যারা বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে বিভিন্ন খোঁজাখুঁজি করছেন তারা এখন থেকে আমাদের ওয়েবসাইটেই এই সকল কুইজ প্রশ্ন ও উত্তর গুলো পেয়ে যাবেন ক্যাটেগরি ভিত্তিতে।

১। প্রশ্নঃ "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে?

উত্তরঃ পর্তুগিজ ভাষা থেকে

২। প্রশ্নঃ 'কবর' নাটকটির লেখক?

উত্তরঃ মুনীর চৌধুরী

৩। প্রশ্নঃ 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

৪। প্রশ্নঃ শুদ্ধ বাক্য কোনটি?

উত্তরঃ দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

৫। প্রশ্নঃ ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?

উত্তরঃ ধাতু

৬। প্রশ্নঃ 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ?

উত্তরঃ রত্ন + আকর

৭। প্রশ্নঃ কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

উত্তরঃ পাকা পাকা আম

৮। প্রশ্নঃ কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?

উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

৯। প্রশ্নঃ বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুনঃ বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৩

১০। প্রশ্নঃ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা?

উত্তরঃ প্রলয়োল্লাস

১১। প্রশ্নঃ 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত?

উত্তরঃ উপন্যাসের নাম

১২। প্রশ্নঃ কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে

১৩। প্রশ্নঃ কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ নিমরাজী

১৪। প্রশ্নঃ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?

উত্তরঃ আব্দুল গাফ্‌ফার চৌধুরী

১৫। প্রশ্নঃ কোনটি তদ্ভব শব্দ?

উত্তরঃ চাঁদ

১৬। প্রশ্নঃ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

উত্তরঃ গিরিশচন্দ্র সেন

১৭। প্রশ্নঃ 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ

উত্তরঃ কপটচারী

১৮। প্রশ্নঃ জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ

উত্তরঃ বনলতা সেন

১৯। প্রশ্নঃ 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ

উত্তরঃ নিপুণতা

২০। প্রশ্নঃ কখনও উপন্যাস লেখেননি

উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত

আরও পড়ুনঃ বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান

আজকে আমরা এই পর্যত্নই রাখবো কারণ আমরা রেগুলার  ব্যাসিস সকল বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর পর্ব আকারে পাবলিশ করবো। তাই আপনারা আমাদের ওয়েবসাইটের সাথেই  থাকুন এবং রেগুলার ফলো করুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ