আমরা যেমনটা আপনাদের বলেছিলাম যে এখন থেকে আমরা আপনাদের পড়াশুনাকে আরেকটু সহজ করে দেবার জন্য রেগুলার বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর পর্ব গুলো আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করবো।
১। প্রশ্নঃ 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি কে করেছে?
উত্তরঃ ঈশ্বরী পাটনী
২। প্রশ্নঃ 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ সঞ্চয়ের প্রবৃত্তি
৩। প্রশ্নঃ 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
উত্তরঃ ভাব ভাচ্য
৪। প্রশ্নঃ 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?
উত্তরঃ উদধি
৫। প্রশ্নঃ 'নিশীথ রাতে বাজছে বাঁশি' এখানে নিশীথ কোন পদ?
উত্তরঃ বিশেষ্যর বিশেষণ
৬। প্রশ্নঃ 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলো!
উত্তরঃ কুয়াশা
৭। প্রশ্নঃ 'শকুনি মামা' এর অর্থ কি?
উত্তরঃ কুচক্রী লোক
৮। প্রশ্নঃ 'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
উত্তরঃ পেরিয়ে
৯। প্রশ্নঃ 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে' কে বলেছেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১০। প্রশ্নঃ 'সিংহাসন' শব্দটি কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
আরও পড়ুনঃ বিষয় ভিত্তিক বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর পর্ব-১
১১। প্রশ্নঃ 'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ কি?
উত্তরঃ খুব অনুগত ব্যক্তি
১২। প্রশ্নঃ নিচের কোনটি সঠিক?
উত্তরঃ বিষবৃক্ষ-উপন্যাস
১৩। প্রশ্নঃ সাধুরীতির শব্দ কোনটি?
উত্তরঃ গ্রহ
১৪। প্রশ্নঃ নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
উত্তরঃ এবার মাছ ধরা যাক
১৫। প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৬। প্রশ্নঃ 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ
উত্তরঃ বি + অর্থ
১৭। প্রশ্নঃ 'বৈরাগ্য সাধনে--- সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।
উত্তরঃ মুক্তি
১৮। প্রশ্নঃ সমাস ভাষাকে ------ ?
উত্তরঃ সংক্ষেপ করে
১৯। প্রশ্নঃ 'সূর্য '- এর প্রতিশব্দ ------ ?
উত্তরঃ আদিত্য
২০। প্রশ্নঃ 'অর্ধচন্দ্র' -এর অর্থ ------ ?
উত্তরঃ গলা ধাক্কা দেয়া
আপনারা আমাদের ওয়েবসাইটের এই বাংলা কুইজ গুলো রেগুলার চর্চা করতে থাকলে যেকোন চাকুরির পরীক্ষা বা বিভিন্ন কুইজ প্রতিযোগীতায় সহজেই উত্তর দিতে পারবেন আশা করছি। তাই নিয়মিত আমাদের দেওয়া কুইজ প্রশ্ন ও উত্তর গুলো ফলো করুণ। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ