গুরুত্বপূর্ণ কিছু Connecting/Linking Words In English For IELTS

linking words conjunction

আমরা জানি যে ইংরেজি হচ্ছে ইন্টার্নেশনাল মাদার লেঙ্গুয়েজ। আমরা আমাদের নিজের দেশের মাতৃভাষার পাশাপাশি বাহিরের কোন দেশের লোকের সাথে কথা বলার জন্য এই ইংরেজিতে সবচাইতে বেশি ব্যবহার করে থাকি দুজনের মধ্যে ভাব প্রকাশের মাধ্যম হিসেবে। 

আর আমাদের ইংরেজিতে এই মনের ভাব প্রকাশ করার জন্য কিছু কানেক্টিং লিনকিং ওয়ার্ডস (Connecting Linking Words) সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরী।

কেননা আমরা যদি এই Linking Words or Conjunctions কখন সম্পর্কে না জানি তাহলে মনের ভাব প্রকাশ করতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। যেমন ধরুন উচ্চারণের সময় সঠিক শব্দ ব্যবহার করতে না পারা এই ধরনের।

তাই আজকে আমি আপনাদের সাথে এই linking words নিয়ে আলোচনা করবো এবং এই শব্দের অর্থ গুলো আপনাদের মাঝে শেয়ার করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক ১০০+ গুরুত্বপূর্ণ কিছু Linking Words/Conjunction সম্পর্কে।

১০০+  গুরুত্বপূর্ণ  Linking words/ Conjunction

  • As অর্থ হচ্ছে - কারন, যেহেতু
  • Say অর্থ হচ্ছে  - ধরা যাক
  • So অর্থ হচ্ছে - অতএব , সুতরাং
  • Who অর্থ হচ্ছে  - কে, যে, কেকে
  • And অর্থ হচ্ছে  - এবং ,ও
  • But অর্থ হচ্ছে  -  কিন্তু, তথাপি
  • That অর্থ হচ্ছে  - যে , যা, যাতে, ফলে
  • Even অর্থ হচ্ছে - এমনকি 
  • At first অর্থ হচ্ছে - প্রথমত
  • Often অর্থ হচ্ছে  - প্রায়ই , মাঝে মাঝে
  • More অর্থ হচ্ছে - আরো , অধিকতর
  • Which অর্থ হচ্ছে - যেটি , যা
  • As if  অর্থ হচ্ছে - যেন 
  • Although অর্থ হচ্ছে – যদিও, যাতে , সত্বেও
  • While অর্থ হচ্ছে  - যখন 
  • Similarly অর্থ হচ্ছে - অনুরূপভাবে, একইভাবে
  • Therefore অর্থ হচ্ছে - অতএব , সুতরাং
  • So that অর্থ হচ্ছে -  যাতে , যেন 
  • First of all অর্থ হচ্ছে  - প্রথমত
  • Rather অর্থ হচ্ছে - বরং, চেয়ে
  • Such as অর্থ হচ্ছে  - তেমনই
  • However অর্থ হচ্ছে – যাইহোক
  • Indeed অর্থ হচ্ছে – প্রকৃতপক্ষে
  • Whereas অর্থ হচ্ছে – যেহেতু
  • Usually অর্থ হচ্ছে - সাধারনত 
  • Only অর্থ হচ্ছে – শুধু, কেবল, একমাত্র
  • Firstly অর্থ হচ্ছে - প্রথমত
  • Finally অর্থ হচ্ছে - পরিশেষে
  • Moreover অর্থ হচ্ছে  - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
  • But also অর্থ হচ্ছে - এমনি , এটিও
  • As well as অর্থ হচ্ছে – এবং, ও, পাশাপাশি
  • Furthermore  অর্থ হচ্ছে  - অধিকন্তু
  • Regrettably অর্থ হচ্ছে - দুঃখজনকভাবে ।
  • In fact অর্থ হচ্ছে – আসলে
  • Hence অর্থ হচ্ছে - অত:পর/সুতরাং
  • Such as অর্থ হচ্ছে - যথা/যেমন
  • Notably অর্থ হচ্ছে – লক্ষণীয়ভাবে
  • Consequently অর্থ হচ্ছে – অতএব
  • On the whole অর্থ হচ্ছে – মোটামুটি
  • Either অর্থ হচ্ছে - দুয়ের যে কোন একটি
  • Neither অর্থ হচ্ছে - দুয়ের কোনটি নয়
  • In any event অর্থ হচ্ছে - যাহাই ঘটুক না কেন
  • Additionally অর্থ হচ্ছে - অতিরিক্ত আরো
  • In this regard অর্থ হচ্ছে – এ বিষয়ে
  • As a matter of fact অর্থ হচ্ছে - বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে
  • Including অর্থ হচ্ছে -  সেই সঙ্গে
  • Nonetheless অর্থ হচ্ছে -  তবু
  • Nevertheless অর্থ হচ্ছে - তথাপি , তবুও , তারপরও
  • Lest অর্থ হচ্ছে  - পাছে ভয় হয়
  • Whether অর্থ হচ্ছে  - কি ...না , যদি
  • Comparatively অর্থ হচ্ছে  -  অপেক্ষাকৃত
  • To be honest অর্থ হচ্ছে - সত্যি বলতে
  • Come what may অর্থ হচ্ছে - যাই ঘটুক না কেন
  • If you do care অর্থ হচ্ছে - যদি আপনি চান
  • Next to nothing অর্থ হচ্ছে - না বললেও চলে
  • As far as it goes অর্থ হচ্ছে - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
  • As far as I’m concerned অর্থ হচ্ছে - আমার জানা মতে ।
  • Why on earth অর্থ হচ্ছে - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
  • On the other hand অর্থ হচ্ছে - অন্যদিকে ।
  • In this connection অর্থ হচ্ছে - এ বিষয়ে ।
  • In addition অর্থ হচ্ছে - অধিকন্তু, মোটের উপর
  • Infact অর্থ হচ্ছে - প্রকৃতপক্ষে
  • To be frank অর্থ হচ্ছে - খোলাখুলি ভাবে বলা যায় ।
  • Sincerely speaking অর্থ হচ্ছে  - সত্যিকার ব্যাপার হলো ।
  • To sum up অর্থ হচ্ছে  - সংক্ষেপে বলতে গেলে
  • Though অর্থ হচ্ছে - যদিও, সত্বেও
  • Incidentally অর্থ হচ্ছে - ঘটনাক্রমে
  • Then অর্থ হচ্ছে - তারপর ,তখন
  • Than অর্থ হচ্ছে - চেয়ে , থেকে
  • For a while অর্থ হচ্ছে - কিছুক্ষণের জন্য
  • In order to অর্থ হচ্ছে - উদ্দেশ্যে, জন্যে
  • Suddenly অর্থ হচ্ছে - হঠাৎ 
  • Unless অর্থ হচ্ছে - যদিও না
  • Above all অর্থ হচ্ছে - সর্বপরি
  • For example অর্থ হচ্ছে - ঊদাহরনস্বরূপ
  • Yet অর্থ হচ্ছে - তথাপি, তবুও
  • Actually অর্থ হচ্ছে - প্রকৃতপক্ষে
  • After that অর্থ হচ্ছে - তারপর
  • Instead of অর্থ হচ্ছে - পরিবর্তে 
  • Thus অর্থ হচ্ছে - এইভাবে
  • Unfortunately অর্থ হচ্ছে - দূর্ভাগ্যবশত
  • Once অর্থ হচ্ছে - একদা 
  • Gradually অর্থ হচ্ছে - ধিরে ধিরে
  • Since অর্থ হচ্ছে - কারন, যেহেতু 
  • Sometimes অর্থ হচ্ছে - মাঝে মাঝে
  • Above all অর্থ হচ্ছে - সর্বপরি
  • As a result অর্থ হচ্ছে - ফলে 
  • In that অর্থ হচ্ছে - কারন
  • Till অর্থ হচ্ছে - পর্যন্ত
  • As long as অর্থ হচ্ছে - যতক্ষন পর্যন্ত
  • Until অর্থ হচ্ছে - যতক্ষন পর্যন্ত না
  • As though অর্থ হচ্ছে - যেন , যেন মনে হয়
  • Even though অর্থ হচ্ছে - এমন যদিও হয়ও
  • No sooner অর্থ হচ্ছে - হতে না হতেই 
  • Sooner or later অর্থ হচ্ছে - আজ না হোক কাল 
  • No more buts অর্থ হচ্ছে - আর কোন কিন্তু নয় 
  • On the occasion of অর্থ হচ্ছে - উপলক্ষ্যে 
  • From a reliable source অর্থ হচ্ছে - বিশ্বস্ত সূত্রে 
  • As you know অর্থ হচ্ছে - আপনারা জানেন 
  • Due to অর্থ হচ্ছে - কারণে 
  • =======================================
  • Without hesitation অর্থ হচ্ছে - বিনা দি¦ধায় 
  • First of all অর্থ হচ্ছে - প্রথমেই 
  • Surprisingly অর্থ হচ্ছে - আশ্চর্যজনকভাবে 
  • Strangely enough অর্থ হচ্ছে - আশ্চর্যের ব্যাপার হলো 
  • Truly speaking অর্থ হচ্ছে - সত্য বলতে কি !
  • Although I could, but অর্থ হচ্ছে - যদিও পারতাম, কিন্তু 
  • So long as অর্থ হচ্ছে - যদি না/ এই শর্তে যে 
  • This very man অর্থ হচ্ছে - এই লোকটিই
  • For good অর্থ হচ্ছে – চিরতরে|
  • Even if অর্থ হচ্ছে - এমনটি যদিও
  • Coming back to অর্থ হচ্ছে - মূল কথায় ফিরে আসলে
  • Not only....but also অর্থ হচ্ছে - শুধু এটিই নয় ... ওটিও

Ever সম্পর্কিত শব্দার্থ ও বাক্য তৈরি ।

  শব্দার্থ

  1. Ever- (এভার) - কখনো, সবসময় ।
  2. Whatever- (হোয়াট এভার) - যা কিছু ।
  3. Whoever- (হু এভার) - যেই হোক ।
  4. Whenever- (হোয়েন এভার) - যখনই ।
  5. However- (হাওএভার) - যা হোক ।
  6. Whichever- (হুইচএভার) - যেটাই হোক ।
  7. Forever- (ফরএভার) - চিরকাল ।
  8. Wherever- (হুয়ারএভার) - যেখানেই হোক না কেন?

💠  বাক্য তৈরি (Ever)

  1. Don’t ever leave- কখনো ছেড়ে যেও না ।
  2. I’ll do whatever you ask- তুমি যা করতে বলো আমি তাই করব ।
  3. Take whichever you want- তুমি যেটা চাও সেটাই নাও ।
  4. However you can go with him?- যা হোক, তুমি তার সাথে যেতে পার ।
  5. You can come whenever you want- তুমি আসতে পার যখনই তুমি চাও ।
  6. You may give this photo to whoever wants it- যে-ই ছবিটা চায় তুমি তাকে দিতে পার ।

That’s why-এ কারণেই

  1. That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। 
  2. That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে। 
  3. That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে। 
  4. That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
  5. That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
  6. hat’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
  7. That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
  8. That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো

Say দিয়ে তৈরি করা নিচের প্যাটার্ণটি লক্ষ্য করুনঃ

  • আমি অবশ্যই বলব - I must say.
  • আমি বলতে চাই - I would like to say.
  • আমি বলতে পারতাম - I could say.
  • আমি বলতে থাকবো - I will be saying.
  • আমার বলতে ইচ্ছা করছে - I feel like saying.
  • আমার বলা উচিত - I ought to say.
  • আমাকে বলতে হয়েছিল - I had to say.
  • আমি বলতে সাহস করি - I dare to say.
  • আমি বলে মজা পাচ্ছি - I enjoy saying.
  • কি হবে যদি আমি না বলি - What if I don't say?
  • আমার বলতে সমস্যা হচ্ছে - I am having problem saying
  • কি ব্যাপার তুমি কিছু বললে না- How come you didn't say something?

Note: উপরের প্যাটার্নে say এর  স্থানে Learn বসালে বাক্যগুলো হবে...

  • আমি অবশ্যই শিখবো- I must Learn.
  • আমি শিখতে চাই - I would like to Learn.
  • আমি শিখতে পারতাম - I could Learn.
  • আমার শিখতে ইচ্ছা করছে - I feel like Learning.
  • আমার শিখতে সমস্যা হচ্ছে - I am having problem Learning.

I don't have time to + (verb)

  • I don't have time to explain. = আমার ব্যাখ্যা করার সময় নেই
  • I don't have time to think. = আমার চিন্তা করার সময় নেই।
  • I don't have time to eat. = আমার খাওয়ার সময় নেই।
  • I don't have time to watch TV. = আমার টিভি দেখার সময় নেই।
  • I don't have time to go to market. = আমার বাজারে যাওয়ার সময় নেই।
  • I don't have time to hang out. = আমার বেড়াতে যাওয়ার সময় নেই।
  • I don't have time to plan. = আমার পরিকল্পনা করার সময় নেই।
  • I don't have time to travel. = আমার ভ্রমনের সময় নেই।
  • I don't have time to take rest. = আমার বিশ্রাম করার সময় নেই।
  • I don't have time to play. = আমার খেলার সময় নেই।
  • I don't have time to learn. = আমার শেখার সময় নেই।
  • I don't have time to do exercise. = আমার অনুশীলন করার সময় 

▶ উপরোক্ত প্যাটার্ণে শুধুমাত্র উপযুক্ত verb বসিয়ে এ ধরনের অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো, যা ইংরেজি কথোকপথনে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ

  1. So what? – তাতে কি?
  2. Oh, no! - এ হতে পারেনা!
  3. As if - যেন, কি যে হতো
  4. My goodness! - একি!
  5. Yes, go on - হ্যা, বলতে থাক
  6. Damn it! - চুলায় যাক!
  7. Definitely – অবশ্যই
  8. Carry on - চালিয়ে যাও
  9. Wow - বাহ, দারুন তো
  10. How come - কি ব্যাপার?
  11. What a mess! - কি এক ঝামেলা!
  12. Oh shit - ধ্যাত্তেরি
  13. Good job! – সাবাশ!
  14. Let it pass - ছেড়ে দিন।
  15. Oh dear! - বলো কী!
  16. Hi guys - হ্যালো বন্ধুরা
  17. Obviously – স্পষ্টত, সম্ভবত
  18. I’m off - আমি গেলাম।
  19. What a surprise!- হটাৎ যে!
  20. Go to the devil! – গোল্লায় যাক!
  21. What about you? – তোমার খবর কি?
  22. What’s up - কি খবর?
  23. Pay attention! - মনোযোগ দিন!
  24. t’s your turn - এবার তোমার পালা
  25. I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
  26. Heiya! It is you I see - আরে তুমি যে!
  27. Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো
  28. so so - মোটামোটি
  29. So be it - তবে তাই হোক
  30. Who cares! – কার কি যায় আসে!
  31. Excuse me - এই যে শুনুন
  32. Not a bit - একটুও না
  33. That’s fantastic - এটা সত্যি চমৎকার
  34. Next to nothing - বলতে গেলে কিছুই না
  35. Mind your language - ভাষা সংযত করো
  36. Come to the point – আসল কথা বল
  37. That's right - ঠিক বলেছেন
  38. To be frank - খোলাখুলি ভাবে বলতে গেলে।
  39. Really pleased - সত্যি আনন্দিত
  40. I am delighted- আমি আনন্দিত ।
  41. So kind of you! - আপনার দয়া।
  42. Anybody home? - বাড়িতে কেউ আছেন?
  43. Keep quiet - চুপ কর
  44. No entrance - প্রবেশ নিষেধ
  45. It’s enough - যথেষ্ট হয়েছ
  46. What happened - কি হয়েছে
  47. What an idea! - কি বুদ্ধি!
  48. Well done - সাবাশ
  49. Indeed! - সত্যি!
  50. How peaceful! - কি শান্ত!
  51. Get lost - বিদায় হোন।
  52. Let me see - আমাকে দেখতে দাও
  53. Oh sure - ও নিশ্চয়ই
  54. Who knows! – কে জানে!
  55. Bullshit! – বাজে কথা
  56. But who cares! - কে ধারধারে!
  57. No more buts - আর কোন কিন্তু নয়
  58. How so – তা কি করে হয়?
  59. I think so - আমি তাই মনে করি
  60. Calm down - শান্ত হও
  61. Let’s have a look - চল দেখি
  62. Let’s run away - চলো এক্ষুনি পালাই
  63. I am getting wet - আমি ভিজে যাচ্ছি
  64. I don’t care! – আমার কিছু যায় আসেনা!
  65. How else – আর কিভাবে?
  66. Little by little – ক্রমান্বয়ে।
  67. Is it so! - তাই নাকি!
  68. If you do case - যদি আপনি চান
  69. Have a good day - ভাল একটি দিন কাটাও।
  70. Let’s sit somewhere - চল কোথাও বসি
  71. So far so good - এ পর্যন্ত সবই ভালো
  72. I tend to think – আমার কেন যেন মনে হয়।
  73. I suppose so – আমিও সেটা ধারণা করছি।
  74. I don’t mind – আমি কিছু মনে করি না।
  75. If so, so what - যদি তাই হয় তাতে কী
  76. Keep your word – তোমার কথা রেখো।
  77. Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
  78. Whatever (you want) – তুমি যা চাও।
  79. Whatever you do? – তুমি যা কর।
  80. Why should I care? – কেন আমি পরোয়া করব?
  81. Something else – অন্য কিছু।
  82. Nothing else – অন্য কিছুই না।
  83. Talk sense - চিন্তা করে কথা বল
  84. Don’t say anymore – আর কিছু বলো না।
  85. Forget it - ও ভুলে যাও।
  86. What a pity- কি দু:খজনক ।
  87. Hold on - লাইনে থাকুন
  88. Do it at once! - এক্ষুনি কর!
  89. Speak with care - সাবধানে কথা বল।
  90. How strange! - কি অদ্ভুত!
  91. By the grace of Allah - আল্লাহার রহমতে
  92. How absurd! - কি বাজে বকছো!
  93. Good riddance! - যাক বাচা গেল!
  94. Just for asking - চাইলেই পাওয়া যায়
  95. Stand in queue - লাইনে দাঁড়ান
  96. No smoking - ধূমপান নিষেধ
  97. Let me digress - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
  98. I swear I will - কসম আমি করব ।
  99. I give up - আমি ছেড়ে দিয়েছি ।
  100. Pardon me - ক্ষমা কর
  101. If so, so what - যদি তাই হয় তাতে কী
  102. I suppose so – আমিও সেটা ধারণা করছি।
  103. Why should I care? – কেন আমি পরোয়া করব?
  104. Is it so! - তাই নাকি!
  105. I am delighted- আমি আনন্দিত
আমরা আস্তে আস্তে আরো নতুন নতুন Linking Words গুলো সংযুক্ত করবো। এই পোস্টটি যদি আপনার ভাল লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং টুইটার এর অফিশিয়াল প্রোফাইলে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন তাহলে এধরনের পোষ্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
আরও জানুন
  • জীবন বীমা কি এবং বাংলাদেশের লাইফ ইন্সুরেন্স কম্পানির তালিকা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
  • নবজাতক শিশুর যত্ন এবং শিশুর জন্মের পরে ভারনিক্স কি কি কাজ করে? জানতে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ