পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪

police constable job circular বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ

পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন | পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ প্রক্রিয়া সমূহ

বাংলাদেশ পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন ২০২৪ করা খুব সহজেই। বাংলাদেশ পুলিশ সম্প্রতি ট্রেইনি কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা অনুযায়ী শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করা যাবে ঘরে বসে অনলাইনেই পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪।

আপনি কি পুলিশ কনস্টেবল অনলাইনে আবেদন ২০২৪, পুলিশ কনস্টেবল আবেদন ফরম ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে চান? বা কিভাবে আপনি পুলিশ কনস্টেবল আবেদন ফরম এ এ্যাপ্লিকেশন করবেন জানতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন করার জন্যে আপনার সার্ভিস চার্জ বাবদ খরচ হবে মাত্র ৩০ টাকা। আপনি চাইলে যেকোনো প্রেপেইড টেলিটক নম্বর থেকে এই চার্জ প্রদান করতে পারবেন। চলুন তাহলে আজকে এই পোস্টের মাধ্যেমেই জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই আপনি পুলিশ কনস্টেবল পদে আবেদন করবেন সেই সম্পর্কে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF প্রকাশ হয়েছে। গত 31 জানুয়ারি 202৪ তারিখে প্রকাশিত নতুন সার্কুলার অনুযায়ী, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন করার জন্যে যোগ্যতা হিসাবে এসএসসি পাশ থাকতে হবে। 

আবেদন শুরু হবে 01 ফেব্রুয়ারি 202৪ তারিখ হতে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে জানবো কিভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও এই চাকরি সম্পর্কিত আরোও বিস্তারিত তথ্য জানবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার-এর আলোকে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ পুলিশ একটি একটি আইন প্রয়োগকারী সংস্থা। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের শান্তি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা নিয়জিত রয়েছে। বর্তমানে এই পুলিশ সংস্থায় মোট ২ লক্ষ ৫৬ হাজার ৩ শত ৪৪ ব্যাক্তি কর্মরত রয়েছেন। আর আবারও বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 – ৪,০০০ পদে প্রকাশ করা হয়েছে।

গত ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে এই সংস্থার শুধুমাত্র ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ এর জন্য একটি জব সার্কুলার বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই বিজ্ঞপ্তিটি ডিবি, গোয়েন্দা, জেল কিংবা ট্রাফিক পুলিশ পদের জন্য নয়।

বাংলাদেশ পুলিশের এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী গণ। চলুন আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে জেনে আসি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল তথা টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর আলোকে।

এক নজরে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি । পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪

  1.  বিজ্ঞপ্তি প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২
  2. পদ: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
  3. শূন্যপদ সংখ্যা: ৪,০০০
  4. বয়স: ১৮-২০ বছর
  5. চাকরির ধরণ: ফুল টাইম
  6. কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
  7. আবেদন ফি: ৩০/- টাকা
  8. পরীক্ষার ফি: ১২০/- টাকা
  9. অনলাইনে আবেদন শুরু: ০১ ফেব্রুয়ারি ২০২২
  10. আবেদন শেষ: ২৮ ফেব্রুয়ারি ২০২২
  11. অফিসিয়াল ওয়েবসাইট: www.police.gov.bd

জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪

বাংলাদেশের পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন বা পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ এর এই বিজ্ঞপ্তিতে দেশের ৩২ টি জেলা থেকে বাংলাদেশ পুলিশে টিআরসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশী লোক নেওয়া হবে ঢাকা জেলা থেকে।

অপরদিকে সবচেয়ে কম লোক নিয়োগ দেওয়া হবে বান্দরবন জেলা থেকে। ঢাকা হতে নেওয়া হবে মোট ৩৩৪ জন এবং বান্দরবন হতে নেওয়া হবে মাত্র ১১ জন লোক। এই দুইটি জেলা বাদেও অন্যান্য জেলার জন্য বরাদ্দ শূন্যপদের সংখ্যা গুলো আপনারা নিচের দেওয়া ছবি থেকে দেখে নিতে পারেন।

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

পুলিশ কনস্টেবল নিয়োগে যোগ্যতা ২০২৪ । পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন

  1. ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির আবেদন যোগ্যতা নিচে দেওয়া হলো।
  2. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাস।
  3. বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
  4. জাতীয়তা: বাংলাদেশী।
  5. বয়স: ১৮-২০ বছর। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতাঃ নীচে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা রয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ এর যোগ্যতা পুরুষ 

  1. সাধারণ প্রার্থীদের উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি।
  2. কোটাধারী- ৫ ফুট ৪ ইঞ্চি। 

পুলিশ কনস্টেবল নিয়োগ এর যোগ্যতা মহিলা

  1. সাধারণ প্রার্থী- ৫ ফুট ৪ ইঞ্চি।
  2. কোটাধারী- ৫ ফুট ২ ইঞ্চি।
  3. দৃষ্টি শক্তি ৬/৬

পুলিশ কনস্টেবল নিয়োগ এর যোগ্যতা বুকের আকার

  1. সাধারণ - ৩১ ইঞ্চি।
  2. প্রসারিত - ৩৩ ইঞ্চি। কোটাধারীদের ক্ষেত্রে,
  3. সাধারণ - ৩০ ইঞ্চি।
  4. প্রসারিত - ৩১ ইঞ্চি।
  5. বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন।
  6. দৃষ্টি শক্তি ৬/৬

পুলিশ কনস্টেবল অনলাইনে আবেদন ২০২৪ নিয়োগ পরীক্ষা

যোগ্য প্রার্থীদের ০৭ টি ধাপে নির্বাচন করা হবে। ধাপগুলো হলঃ

  1. প্রাথমিক স্ক্রীনিং;
  2. শারীরিক আকার এবং সহনশীলতা পরীক্ষা;
  3. লিখিত পরীক্ষা;
  4. ভাইভা পরীক্ষা;
  5. প্রাথমিক নির্বাচন
  6. পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা;
  7. এবং অবশেষে, নিয়োগ প্রদান.
  8. অনুগ্রহ করে, উল্লিখিত প্রতিটি পরীক্ষার বিস্তারিত জানার জন্য বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন ফরম দেখুন।

প্রথম ধাপে যা করবেন পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন এর জন্য

পুলিশের নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইটে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট  এ প্রবেশ করে লগইন করতে হবে। সঠিক ভাবে আবেদনপত্র পূরণের জন্য উক্ত ওয়েব সাইটে একটি ভিডিও টিউটরিয়াল ও ফরম পূরণের নির্দেশিকার রয়েছে, সেটা দেখে নিতে হবে। 

এছাড়াও ওয়েব সাইটে হেল্প অপশন রয়েছে, সেখান থেকে আবেদন সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে। আপনি চাইলে যেকোন সহযোগীতা নিতে পারেন অনলাইনে আবেদন এর ক্ষেত্রে।

১। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রেপেইড মোবাইল থেকে সার্ভিস চার্জ বাবদ ৩০ টাকা জমা দিতে হবে।
২। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর ( ৩০০ বাই ৮০ পিক্সেল) ও রঙিন ছবি ( ৩০০ বাই ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

পুলিশ কনস্টেবল অনলাইনে আবেদন ২০২৪ ফরম পূরণের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। বা নিচে দেওয়া ছবির উপর ক্লিক করুন। বিডি ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ অনুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণের প্রক্রিয়া ধাপে ধাপে নিচে বর্ণনা করা হয়েছে।
১। আপনি নিজেই অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
২। তারপর স্ক্রিনশটে প্রদর্শিত Application Form for Trainee Recruit Constable [TRC] এই বাটনে ক্লিক করুন।
পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২২

৩। আপনি Circular Of TRC অর্থ্যাত প্রথম বাটনে ক্লিক করে নিয়োগ সম্পর্কে জেনে নিতে পারবেন। এরপরে আপনি  (Application Form) ক্লিক করুন পুলিশ কনস্টেবল অনলাইন আবেদন করার জন্যে।
Application Form of police constable

৪। এই ধাপে আপনি Trainee Recruit Constable রেডিও বোতামটি নির্বাচন করুন এবং Next বাটনে প্রেস করুন। আমি এখানে দুটি স্কিনশট দিয়েই দেখিয়ে দিলাম।
Trainee Recruit Constable

Trainee Recruit Constable

৫। আপনি Next বাটনে প্রেস করার পরে স্ক্রিনে আবেদনপত্র দেখতে পাবেন। এখন পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করে আবেদন করুন।
Application Form for Trainee Recruit Constable

হেল্পলাইন নম্বর ও যোগাযোগের তথ্য

আবেদনের ক্ষেত্রে যেকোনো ধরনের সমস্যা বা সহযোগিতার জন্য নিচে উল্লেখিত নম্বরে কল করতে পারেন। আপনি যে কোনো অপারেটর থেকে উল্লেখিত নম্বরে কল করতে পারেন।

তবে যেকোন সমস্যা নিয়ে এখানে কল করার ট্রাই করবেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখান থেকে সহযোগীতা নিতে পারেন।

হেল্পলাইন নম্বর: 01500121121

দ্বিতীয় ধাপে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পদে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া শেষে আপনার ইউজার আইডি পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা আছে এমন একটি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএস করতে হবে।
  1. প্রথমে TRC <SPACE> USER ID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। 
  2. এরপর টেলিটক থেকে একটি রিপ্লে আসবে। ফিরতি মেসেজে TRC <SPACE> YES <SPACE> PIN NUMBER লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। 
  3. এরপর আপনাকে স্বাগত জানিয়ে সার্ভিস চার্জের টাকা কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

শারীরিক পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউলোড

প্রাথমিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করে বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চত করা হবে। এরপর এসএমএসে মাধ্যমে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এসময় অ্যাডমিট কার্ড দুই কপি প্রিন্ট করতে হবে।

আবেদনের শেষ সময়

অনলাইন আবেদন ফর্মটি ০১ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১০ঃ০০ টা থেকে পূরণ করা যাবে। আবেদন প্রক্রিয়াটি ০৪ সপ্তাহ ধরে চলবে। পুলিশ কনস্টেবল আবেদন ফরম পূরনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১১ঃ৫৯ PM পর্যন্ত।

আশা করছি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আপনার বুঝে গেছেন। এছাড়াও এই পোস্টে যদি কোন বিষয় আমি  মিস করে থাকি অথবা আপনি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা অতিদ্রুত সেটিকে সংযুক্ত করবো এবং আপনার দেওয়া তথ্যকে আমরা পর্যবেক্ষন করে দেখবো।

আরও দেখুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)