বর্তমান সময়ে প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। এই মোবাইল ফোন চালানোর জন্য সিমের প্রয়োজন পড়ে। বর্তমানে বাংলাদেশের অনেক সিম কোম্পানি রয়েছে। তার মধ্যে জনপ্রিয় সিম কোম্পানি বাংলালিংক। বাংলালিংক সিম বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে।
বাংলালিংক সিমের সকল অফারের তালিকা জেনে থাকা ভালো। তাহলে খুব সহজেই কম রেটে এমবি কেনা বা মিনিট কেনা যায়। এতে করে খরচ কম হয়। নিম্নে, বাংলালিংক সিমের সকল অফারের তালিকা তুলে ধরা হলো।
সিম কী?
সিম হচ্ছে স্মার্ট পরিচয় ব্যবস্থা। সিমের পূর্ণরূপ হল, 'সাবসক্রাইবার আইডেনটিটি মডিউল' (subscriber identification module)। এর বাংলা অর্থ হল “গ্রাহক পরিচয় মডিউল”। সাধারণভাবে বলতে গেলে সিম কার্ড হলো একটি পরিচয় পত্রের মত।
মোবাইলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলার জন্য একটি নির্দিষ্ট নাম্বারের প্রয়োজন পড়ে। আর এই নাম্বার সিম কার্ডের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। মোবাইল ফোনের যোগাযোগের প্রাণকেন্দ্র হচ্ছে সিম।
ই সিম কী?
বর্তমানে সকল কিছু আধুনিক হচ্ছে। যার ফলে সকল কিছু আধুনিক হচ্ছে। ঠিক একইভাবে সিম আধুনিক হয়েছে। যার নাম হচ্ছে ই সিম। এই সিম ফিজিকাল সিম এর থেকে সম্পূর্ণ আলাদা। এই সিমে শুধুমাত্র কোড থাকে। যা স্ক্যান করলেই ফোনে ইন্সটল হয়ে যায়।
আরও পড়ুনঃ ই-সিম কি? ই সিম কোথায় পাবো?
এই সিম হাতে ধরা যায় না, চোখেও দেখা যায় না। কিন্তু মোবাইল ফোনে একটিভ থাকে। এই সিম ব্যবহারের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে।
বাংলালিংক কি ইএসআইএম সাপোর্ট করে:
বর্তমান সময়ে কিছু কিছু মোবাইল ফোনে ইএসআইএম সিম ব্যবহার হচ্ছে। এই সিম বাংলাদেশের প্রতিটি সিম কোম্পানি তৈরি করছে। ঠিক একইভাবে বাংলালিংক সিম কোম্পানি ই সিম তৈরি করছে।
বাংলালিংক ইএসআইএম সাপোর্ট করে। বর্তমানে বাংলালিংক প্রতিটি এজেন্টের কাছে ইএসআইএম সিম পাওয়া যায়।
ই সিম কোথায় পাওয়া যাবে?
ই সিম কোথায় পাওয়া যাবে অনেকে প্রশ্ন করে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি সিম কোম্পানি ই সিম তৈরি করছে। এই কারণে যে কোন সিম কোম্পানির এজেন্ট এর কাছে ই সিম পাওয়া যাবে। সর্বপ্রথম বাংলাদেশ ই সিম চালু করে গ্রামীণফোন।
বাংলালিংক প্যাকেজ চেক:
বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত সিম কোম্পানি হচ্ছে বাংলালিংক। বাংলালিংক সিমের অনেক ধরনের প্যাকেজ থাকে। নিম্নে, বাংলালিংক প্যাকেজ চেক তুলে ধরা হলো:
- প্যাকেজ চেক: *125#
- এসএমএস চেক: 1243#
- মিনিট চেক: *1242#
- ডেটা (এমবি) চেক: 1245#, 2223#
- ব্যালেন্স চেক: 124#
বাংলালিংক কল রেট:
বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলালিংক সিম ব্যবহার করে থাকে। বাংলালিংক কল রেট অনেকেই জানতে চাই। বাংলালিংক সিমের নির্দিষ্ট কোন কলরেট নেই। বিভিন্ন ধরনের কল রেট রয়েছে। রিসার্চ প্যাকেজ এর উপর ভিত্তি করে কলরেট নির্ধারণ হয়ে থাকে।
সাধারণত এক মিনিট কথা বললে দুই টাকার মতো খরচ হয়। তবে বিভিন্ন প্যাকেজে ভ্যাক্সি দিলে কল রেট বিভিন্ন রকমের হয়ে থাকে। ৫৯ টাকা রিচার্জ করলে ৬৬ পয়সা কলরেট পড়ে। তবে অনেক সময় এইসব অফার পরিবর্তন হয়ে যায়।
বাংলালিংক প্যাকেজ সমূহ:
বাংলালিংক সিম অনেক ধরনের প্যাকেজ দিয়ে থাকে। বাংলালিংক কি কি প্যাকেজ দিয়ে থাকে নিম্নে তুলে ধরা হলো:
- মিনিট প্যাকেজ
- ইন্টারনেট প্যাকেজ
- এসএমএস প্যাকেজ
- ইমু প্যাকেজ
- লাইভ ক্রিকেট প্যাকেজ
- মিনিট ও ইন্টারনেট প্যাকেজ
- বায়োস্কোপ প্যাকেজ
বাংলালিংক মিনিট অফার:
অন্যান্য অপারেটর থেকে banglalink সিম বেশি অফার দিয়ে থাকে। বিশেষ করে বাংলালিংক মিনিট অফার বেশি দিয়ে থাকে। বাংলালিংক মিনিট অফার বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে। কিছুদিন হল সকল ধরনের অফার পরিবর্তন হয়েছে।
বাংলালিংক সিমের সবচেয়ে ভালো মিনিট অফার হচ্ছে ৫০০ মিনিট ৩৭০ টাকায় ৩০ দিন মেয়াদ। এছাড়াও ১২০ মিনিট ৭৪ টাকায় ৭ দিনের জন্য। এরকম আরো অনেক অফার রয়েছে। যেগুলো আপনি মাই বাংলালিংক সফটওয়্যার পেয়ে যাবেন।
বাংলালিংক সিমের সকল অফারের তালিকা:
প্রতিটি সিম কোম্পানি অফার দিয়ে থাকে। এতে করে কোম্পানি যেমন লাভবান হয় ঠিক একইভাবে ব্যবহারকারীরাও লাভবান হয়। কারণ কম খরচে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। বাংলালিংক সিম সকল ধরনের অফার দিয়ে থাকে। যেমন; মিনিট, ইন্টারনেট, এসএমএস।
বাংলালিংক সিমের অফার তালিকা কিছু দিন পর পর পরিবর্তন হয়ে থাকে। কারণ সরকার ট্যাক্স বৃদ্ধি করলে কোম্পানি তাদের অফার পরিবর্তন করে দেয়। সঠিকঅফারের তালিকা পেতে হলে মাই বাংলালিংক সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই অ্যাপটি ব্যবহার করলে নতুন নতুন অফার পাবেন।
আরও পড়ুনঃ নতুন ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর উপায়
বাংলালিংক সিমের ৭ দিনের অফার রয়েছে। ১৫ দিনের অফার রয়েছে। ১ মাসের অফার রয়েছে। কিছু কিছু সময় তারা এসএমএসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেয় তাদের অফার সমূহ। এছাড়াও ফেক্সিলোডের দোকানে অফারের তালিকা দেওয়া থাকে। সেখান থেকে জেনে নিয়ে ফেক্সি দিতে পারে।
বাংলালিংক মিনিট অফার দেখার কোড:
বাংলালিংক সিমের প্রতিটি অফার দেখার জন্য প্রতিটি আলাদা আলাদা কোর্ট রয়েছে। বাংলালিংক মিনিট অফার দেখার কোড মিনিট চেক: *1242#। বাংলালিংক সিমের মিনিট চেক কোড *১২১*১০০#।
বাংলালিংক এমবি অফার কোড:
প্রতিটা সিম কোম্পানি এমবি অফার দিয়ে থাকে। ঠিক একই ভাবে বাংলালিংক সিম এমবি অফার দিয়ে থাকে। বাংলালিংক সিমের এমবি অফার কোড হচ্ছে 1245#, 2223#। এছাড়াও এসএমএস এর মাধ্যমে বাংলালিংক সিম তাদের এমবি অফার জানিয়ে দেয়।
বাংলালিংক এমবি রিচার্জ অফার:
বর্তমানে প্রতিটি সিম কোম্পানি তাদের রিসার্চ অফার পরিবর্তন করেছে। ঠিক একইভাবে বাংলালিংক এমবি রিচার্জ অফার পরিবর্তন করেছে। বর্তমানে রিচার্জ করার সময় সকল ধরনের অফার চেক করা যায়। বিকাশ থেকে ফ্যাক্স দেওয়ার সময়ও এমবি অফার মিনিট অফার চেক করা যায়।
এই কারণে এখন রিচার্জ করার আগেই সকল ধরনের অফার জানা যাচ্ছে। এর ফলে গ্রাহকদের অনেক সুবিধা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মাই বাংলালিংক অ্যাপ থেকেও সকল ধরনের অফার জানা যায়।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩:
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিনের জন্য নিলে অনেক কম টাকায় পাওয়া যায়। নিম্নে, বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩ তুলে ধরা হলো:
- ৩৮৮ টাকায় ১৫ জিবি
- ৩৮৯ টাকায় ২৫ জিবি
- ৪৪৯ টাকায় ৩০ জিবি
- ৪৯৯ টাকায় ৩৫ জিবি
বাংলালিংক প্যাকেজ পরিবর্তন:
প্রতিটা সিম কোম্পানি তাদের প্যাকেজ পরিবর্তন করেছে। ঠিক একইভাবে বাংলালিংক প্যাকেজ পরিবর্তন করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সকল সিমের প্যাকেজ পরিবর্তন করা হয়। এই প্যাকেজে পরিবর্তনে তিন দিন এবং পাঁচ দিনের অফার বন্ধ করে দিয়েছে।
বর্তমানে ৭ দিন, ১৫ দিন এবং ১ মাসের অফার রয়েছে। সাথে সাথে সিম কোম্পানিগুলো তাদের প্যাকেজ পরিবর্তন করেছে। এবং প্যাকেজের দাম বাড়িয়ে দিয়েছে।
শেষ কথা: বাংলালিংক সিমের সকল অফারের তালিকা
বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় সিম কোম্পানি হচ্ছে বাংলালিংক। তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। কারণ কাস্টমারের অফার না পেলে সিম চালানো বন্ধ করে দেবে। বাংলালিংক সিম বর্তমানে অফার দেওয়ার পাশাপাশি তাদের সার্ভিস ভালো দিচ্ছে।
উপরে বাংলালিংক সিমের সকল অফারের তালিকা সম্পর্ক আলোচনা করা হয়েছে। লেখার মধ্যে কোন ভুল হলে ক্ষমা করে দেবেন। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ