বাংলায় ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

eid-murabrak-suvecca-message

  ঈদ মোবারাক অর্থ কি?। ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক বা ঈদ মুবারক (আরবি: عيد مبارك‎‎) হলো মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য, যার বাংলা অর্থঃ আনন্দ উদযাপন কল্যাণময় হোক। এটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে।

  কিছু রাষ্ট্রে এই শুভেচ্ছা বিনিময় একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং কোনো ধর্মীয় বাধ্যবাধকতার অংশ নয়। ঈদ মোবারক শুভেচ্ছা বাক্যটি শুধুমাত্র এই দুই মুসলিম উৎসবের সময় ব্যবহৃত হয়।

  ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ | ঈদ মোবারক পিকচার

  ঈদ হচ্ছে মুসলিমদের জন্যে অনেক বড় একটি আনন্দের দিন বা উৎসব এর দিন। এই দিনে আপনার প্রিয়জন কিংবা আপনজন কে শুভেচ্ছা জানানোর জন্য এমন অনেকেই রয়েছেন যারা কিনা ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ খুঁজতে খুঁজতে এখানে এসেছেন। মূলত তাদের উদ্দেশ্যে আজকে আমি সেরা কিছু ঈদ মোবারক স্ট্যাটাস বা ঈদ মোবারক শুভেচ্ছ শেয়ার করতে চলে আসলাম।

  আশা নয় বরং আমার যথেষ্ট বিশ্বাস আছে যে আজকের শেয়ার করা ঈদ মোবারক শুভেচ্ছে বা ঈদ মোবারক স্ট্যাটাস গুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে। এবং আপনি এই ঈদ মোবারক স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনার প্রিয়জনকে ঈদ মোবারক শুভেচ্ছা জানাতে পারবেন। চলুন তাহলে দেরি না করে আজকে নেওয়া যাক জনপ্রিয় কিছু ঈদ মোবারক স্ট্যাটাস বা ঈদ মোবারক শুভেচ্ছা সম্পর্কে।

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের দিনের নানা রকমের আয়োজনের কমতি থাকে না। প্রিয় মানুষগুলোকে ঈদের শুভেচ্ছা জানাতে মোবাইল এসএমএস একটি সুন্দর পদ্ধতি। নিচে ঈদের এসএমএস, ছবি, পিকচার, ভিডিও দেওয়া হলো:

  ১। বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

  ঈদ এস এম এস বাংলা (Bangla Eid SMS)

  ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।

  তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।

  বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।

  ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।

  আরও পড়ুনঃ মুসলিম মেয়েদের ইসলামিক নাম অর্থসহ তালিকা ২০২২

  ২। বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

  সোনালি সকাল, রোদেলা দুপুর,

  পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।

  সব রঙ্গে রাঙ্গিয়ে থাক

  আপনার সারাটি বছর, সারাটি জীবন।

  এই কামনায় “ঈদ মোবারাক”

  ৩। বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

  ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

  অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

  সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

  শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

  ৪। বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

  এই এসএমএস, যার কাছে যাবি,

  যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,

  লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,

  আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক

  ৫। বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

  বলছি আমি আমার কথা,

  ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,

  আমার জীবনে অনেক চাওয়া,

  ঈদ থেকে সব পাওয়া,

  ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,

  দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।

  অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,

  এই কামনায় ঈদ মোবারক।

  ৬। বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২

  ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,

  ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।

  ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,

  ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।

  ৭। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  ঈদ মানেই হলো আমাদের ভেতরে লুকিয়ে থাকা হাসি। ঈদ মানেই হলো আমাদের মনের ভেতরে জমে থাকা আশা। ঈদ মানে হলো আমাদের একে অপরের প্রতি ভালবাসা। ঈদ মানে হল দূর আকাশের ঐ মিষ্টি চাঁদের হাতছানি। ঈদ মানে হলো সবাই মিলে একসাথে আনন্দের জোয়ারে ভাসা। তাই তোমাকে আমি জানাতে এসেছি ঈদ মোবারক এর শুভেচ্ছা।

  ৮। ঈদ মোবারক শুভেচ্ছা । ঈদ মোবারক স্ট্যাটাস

  ফুলের কাজ হল সুবাস দেওয়া, বৃষ্টি করবে আজ আমাদের মনচুরী, খুশি গুলো আজ হাসাবে আমাদের। তোমাকে জানাবো আজ ঈদ মোবারকের ফুলঝুরি। ঈদ মোবারক।

  ৯। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  খুশির হাওয়া আজ লাগছে মনে, নাচবো আমরা আজ প্রতিক্ষণে। সাজাবো মোদের নতুন করে, ভাসবো আমরা সুখের ঘোরে। ঈদের এই আনন্দ থাকুক তোমার সারাটি জীবন ধরে। ঈদ মোবারক শুভেচ্ছা নিও।

  ১০। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  সারাদেশে চলছে ঈদের জোয়ার, মনে রাখবো না আজ কোন দুঃখের স্মৃতি। আমাদের জীবনে অতীতে ছিল যত দুঃখ কষ্ট, তার সব গুলোকেই জানাবো আজকে ইতি। আর সে কারণেই তোমাকে জানাতে এসেছি ঈদ মোবারক এর প্রীতি।

  ১১। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  ঈদের আনন্দ ভাগাভাগি করব আজকে তোমার কাছে, তোমাকে জানিয়ে দিতে চাই ওই একফালি চাঁদ দেখা গেছে দূর আকাশে। সময় অনেক কম তাই যেতে হবে বাড়ি,ঈদের আনন্দের ভেলা গুলোকে সাজাবো সারি সারি, সময় পেলে এসো বন্ধু আমারি কাছে, একসাথে করব আনন্দ দুজন মিলে মিশে।

  ১২। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  সবার মধ্যেই ঈদের আনন্দ আসুক, সে গরিব হোক কিংবা ধনী হোক সবাই যেন এক সারিতে বসুক। আর এই আশাতে তোমাকে জানাতে চাই ঈদ মোবারক এর শুভেচ্ছা।

  ১৩। ঈদ মোবারক শুভেচ্ছা । ঈদ মোবারক স্ট্যাটাস

  ফিরে এসেছে সেই খুশির দিন, তুমি কি জানো বন্ধু আজকে আমাদের ঈদের দিন। তোমার পাশে থাকা গরিব মানুষদের খবর নিও। ঈদের এই খুশির দিনে তাদেরকেও শুভেচ্ছা জানিও।

  ১৪। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  আমাদের মাঝে ফিরে এসেছে সেই আনন্দের ঈদ। বিশেষ এই দিনটিতে মুছে যাক আমাদের মধ্যে যত আছে ক্লান্তি এবং জরা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের জীবন, পূর্ণতা পাক সব মানুষের জীবনধারা।

  ১৫। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  মেঘলা আকাশের ওই মেঘলা দিন, ঈদের শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আমরা ফিরে পাবো সেই খুশির দিন। আপনাদের সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় চোপড় কিনে নিন। আপনার আশেপাশে থাকা গরিব-দুঃখী মানুষদের খবর নিন। সমাজের সকল স্তরের মানুষদের ঈদের দাওয়াত দিন। সবাই মিলে ঈদের খুশিতে হয়ে যান অমালীন।

  ১৬। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  ঈদের সেই খুশির আনন্দ আবার ফিরে এলো, তোমার জীবনে থাকা ঐ বদ্ধ দরজার দ্বার এবার খুলে ফেলো। ছড়িয়ে দাও তোমার জীবনের এক নতুন রুপ। জালিয়ে দাও তোমার জীবনের আনন্দের সেই ধুপ। দাওয়াত করো তোমার আছে যত আপনজন। সবাইকে জানিয়ে দাও ঈদের নিমন্ত্রণ।

  ১৭। ঈদ মোবারক শুভেচ্ছা । ঈদ মোবারক স্ট্যাটাস

  আমার খুব ইচ্ছে করে তোমায় বলতে ভালোবাসি, বলতাম আমি এই কথা যদি তুমি থাকতে আমার পাশাপাশি। বন্ধু তুই অনেক দূরে আছিস তবুও তুই আছিস আমার এই মনে। তোর জীবনটা হাসিখুশিতে কাটুক এই প্রত্যাশা করি মনে প্রাণে। আজ বহুদিন পর আমি জানিয়ে দিলাম আমার ভেতরে থাকা মনের আশা। সেই কারণে তোকে জানাতে এসেছি ঈদ মোবারক এর শুভেচ্ছা।

  ১৮। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  কষ্টের আড়ালে লুকিয়ে থাকে সুখের রাশি রাশি। জীবনে আসুক যত দুঃখ বেদনা তবুও আমি তোকে অনেক ভালোবাসি। মুছে ফেলো তোমার অতীত জীবনের যত আছে দুঃখের স্মৃতি। সে কারণেই আমি তোমাকে জানাতে এসেছি ঈদ মোবারক এর শুভেচ্ছা প্রীতি।

  ১৯। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  তোমার মনের ভিতরে আছে যত সুখের আশা, তার পাখনা গুলো দাও মেলে। মুছে ফেলো সব দুঃখের অতীত স্মৃতি,  সুখের প্রদীপ গুলো কে দাও জ্বেলে। কাটুক তোমার ভবিষ্যৎ জীবন অনেক হেসে খেলে। তোমার মনের ভেতরে থাকা সকল সুখের পূর্ণতা আজ হোক। সে কারণেই তোমাকে জানাতে এসেছি পবিত্র ঈদ মোবারক।

  ২০। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  বন্ধু আজ তুমি আছো আমার থেকে অনেক অনেক দূরে। তাই তোমার কথা আমার প্রচন্ড রকম মনে পড়ে। তুমি যেখানেই থাকো না কেন, ঈদের আনন্দটা তোমার অনেক হাসি খুশিতে কাটুক। তোমাকে জানাচ্ছি ঈদ মোবারক।

  ২১। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  আমাদের জীবনে এমন অনেক ধরনের কথা থাকে যেগুলো অব্যক্তই থেকে যায়। আমাদের সবার জীবনে এমন অনেক অনুভূতি আছে যেগুলো আমাদের মনের মাঝেই থেকে যায়। আমাদের জীবনে এমন অনেক কষ্টের স্মৃতি আছে যেগুলো আমাদের সবাইকে নীরবে কাঁদায়। কিন্তু এই হাসি কান্নার মাঝেই আমাদের বেঁচে থাকতে হয়। আর সেই সব দুঃখ কষ্টের স্মৃতি গুলোকে ভুলে গিয়ে তোমাকে আজকে জানাচ্ছি ঈদ মোবারক শুভেচ্ছা।

  ২২। ঈদ মোবারক শুভেচ্ছা । Eid Mubarak status 

  সুখের এই মুহূর্ত গুলো আপন করে নাও,

  ঈদের খুশি সবার সাথে ভাগ করে নাও…

  আল্লাহর আশীর্বাদে সবাই থাকুক সুস্থ্য…

  এ জীবন হয়ে যাবে আনন্দের নদী,

  ভালোবাসা আর হাসির মেলায় হারিয়ে যাও যদি…

  ঈদ মোবারক সকলকে

  ২৩। Eid Mubarak Massage In Bangla

  আজকে খুশির বাঁধ ভেঙেছে,

  ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ,

  শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,

  সবার ঘরে আজ ঈদ এসেছে,

  সেই দিন আর নয় বেশি দূর,

  রমজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর

  🌙ঈদ মোবারক🌙

  ২৪। ইদের শুভেচ্ছা মেসেজ

  চেয়ে দেখো, নীল আকাশ
  চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
  খুশীর বার্তা নিয়ে
  সেই খুশিতে মোদের বাড়ি
  দাওয়াত দিলাম আসিতে
  রং লেগেছে মনে
  মধুর এই ক্ষনে
  তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
  ঈদের এই দিনে
   শুভ ঈদ মোবারাক 

  ঈদুল ফিতর, ঈদুল আযহার/অগ্রিম ঈদের শুভেচ্ছা ২০২২

  ১। মিস্টি হাসি, দুষ্টু চোখ।তোমার স্বপ্ন বন্ধু সত্যি হোক।ঈদ মোবারক !! ২০২২ ঈদ মানে হাসি খুশি অনন্দ,ভুলে যাও সব দ্বন্দ্ব.ঈদ এলো বছর ঘুরে,খুশির জোয়ারে ভেসে উঠবেসারা দেশ জুড়ে!!
  ঈদ মুবারক

  ২। এই ঈদ নবরূপ রাঙিয়ে দিকতোমার প্রতিটি মুহূর্ত,
  সুন্দর সমৃদ্ধ হোক ,আগামীর দিনগুলো।
  ঈদ মোবারক !

  ৩। নীল আকাশের খামে ভরে,
  সাদা মেঘের কাগজে করে,রঃধনুর রঙে লিখে
  ,দখিনা বাতাস কে দিয়েআমার মনের কথা পাঠালাম।
  ঈদ মোবারক , My Friend !!

  ৪। ঈদে যদি কর দাওয়াত !ভুলে যাব শত আঘাত !
  সাত সমুদ্র দেবো পাড়ি !হোক না আমার যতই দেরি !
  তবু যাবো তোমার বাড়ি !! ঈদ মুবারক !!

  ৫। নতুন পোশাক পরে নিও!বেশি করে ঈদ নিও.
  সেমাই খেও পেট ভরে,গুড়ো ফের মন ভরে.
  ঈদ মোবারাক বলো,সবাইকে প্রান খুলে!
  ঈদ মোবারক !!

  ৬। ইলিশ মাছের ৩০ কাটা,বোয়াল মাছের দাড়ি. মে এর ১৪ তারিখ,এস আমার বাড়ি.ছেলে হলে পাঞ্জাবি,মেয়ে হলে শাড়িকরবো বোরন বন্ধু তোমায়,আসবে আমার বাড়ি.ঈদ মোবারাক ২০২২ !!

  ৭। কোন ফুল দিয়ে নয়,
  কোন মালা দিয়ে নয়।
  চোখের পানি দিয়ে নয়,
  কোন গানের সুর দিয়ে নয়।
  শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
  ঈদের শুভেচ্ছা।

  ঈদের রোমান্টিক এস এম এস । ঈদ মোবারক শুভেচ্ছা

  আমরা অনেকেই বেশির ভাগ সময় রোমান্টিক কিছু এসএমএস খুজে থাকি। তাই এই পর্যায়ে আমি আপনাদের মাঝে কিছু ঈদের রোমান্টিক এসএমএস শেয়ার করবো। আপনারা চাইলে এখান থেকে আপনার প্রিয় মানুষ গুলোর সাথে এই এসএমএস গুলো শেয়ার করতে পারবেন।

  ১। বুকে আছে প্রেম মনে আছে আশা এই থেকে গড়েছি প্রেম ভালোবাসা সেই ভালোবাসা হোক ঈদের মত পবিত্র আর সুন্দর
  ঈদ মোবারক

  ২। আকাশে দেখো ঈদের চাদ,
  বাকা চাদের হাসি,
  চাদের চেয়েও সুন্দর তুমি,
  তাইতো এত ভালোবাসি,
  ঈদ মোবারক

  ৩। তোমার আমার ভালোবাসার হয়না কোনো তুলনা।
  ঈদের দাওয়াত দিচ্ছি তোমায় গ্রহন করতে ভুলনা।
  ঈদ মোবারক

  ৪। ঈদের খুশি ভাগ না করলে
  হয় কি তা পূন,
  তুমি ছাড়া আমার ঈদ
  যেন লাগে অপূর্ন

  চিঠি দিয়ে নয় ফুল দিয়ে নয়
  কার্ড দিয়ে নয় কল দিয়ে নয়
  মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
  জানাই সবাই কে অগ্রিম ঈদের শুভেচছা
  ঈদ মোবারক.

  ৫। আজ দু:খ ভুলার দিন,
  আজ মন হবে যে রঙ্গিন।
  আজ প্রান খুলে শুধু গান হবে,
  আজ সুখ হবে সিমাহীন।
  তার একটাই কারন,
  আজ যে ঈদের দিন।
  ঈদ মোবারাক !

  ৬। জলের পানি সাদা
  যদি তুমি ঈদে না আসো মোর বাড়ি তাহলে
  ভেবে নিব তোমার মনে কাদা
  বরকতময় চাঁদনী এই রাত
  সবার জীবনে অনে হায়াৎ
  এসো সবাই ও মমিন ভাই
  আনন্দে ভরা কাটাই এই রাত
  সবার জন্য আজকে সবাই
  দুহাত তুলে করি মোনাজাত
  ** Eid Mubarak **

  ঈদ মোবারক পিকচার 2022 | ইদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  ঈদ মোবারক শুভেচ্ছা

  আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসা করছি ওপরের বাংলা ঈদ মোবারক শুভেচ্ছা ২০২২, Bengali Eider Sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।

  এই ধরনের আরও নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। আর পোস্ট গুলো আপনাদের উপকারে লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

  একটি মন্তব্য পোস্ট করুন

  0 মন্তব্যসমূহ