পবিত্র আল কোরআন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ২০২৪

পবিত্র আল কোরআন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা পবিত্র আল কোরআন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সম্পর্কে জেনে নিবো। আপনারা যারা ইসলামিক বিভিন্ন প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানার জন্য খোজাখুজি করছেন তাদের জন্য আমরা এই পোস্টে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি। এছাড়াও আমরা নতুন নতুন ইসলামিক প্রশ্ন ও উত্তর সংযুক্ত করবো পোস্টের ভেতরে। 

কুরআন মজিদ অথবা কুরআ-ন মাজী-দ বা কোরআন (আরবি: القرآن‎‎ আল্-কুর্'আন্) ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী বলে মুসলমানরা বিশ্বাস করে থাকেন। এটিকে আরবি শাস্ত্রীয় সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনা বলে মনে করা হয়। কুরআনকে প্রথমে অধ্যায়ে (আরবিতে সূরা) ভাগ করা হয় এবং অধ্যায়গুলো (সূরা) আয়াতে বিভক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ পবিত্র কোরআনের ৯৯ নির্দেশনা সমূহ

আপনারা যারা পবিত্র আল কোরআন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর নিয়ে পড়াশুনা বা জানতে চান  নিয়মিত ভাবে আমাদের পোস্ট গুলোতে নজর রাখুন। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক সেই ইসলামিক প্রশ্ন ও উত্তর গুলো সম্পর্কে।

১)প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে?

উত্তরঃ ১১৪টি।

২) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি?

উত্তরঃ সূরা ফাতিহা।

৩) প্রশ্নঃ পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি?

উত্তরঃ সূরা বাকারা।

৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?

উত্তরঃ সূরা কাওসার।

৫) প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায়?

উত্তরঃ সূরা বাক্বারার ২৮২ নং আয়াত।

৬) প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফযীলতপূর্ণ আয়াত কোনটি?

উত্তরঃ আয়াতুল কুরসী। (সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত।

৭) প্রশ্নঃ ফরয নামাযান্তে কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?

উত্তরঃ আয়াতুল কুরসী।

৮) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?

উত্তরঃ সূরা মুলক। (৬৭নং সূরা)

৯) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?

উত্তরঃ সূরা ইখলাস। (112 নং সূরা)

১০) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

উত্তরঃ সূরা ইখলাস।

১১) প্রশ্নঃ কোন সূরাটি পবিত্র কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?

উত্তরঃ সূরা কাফেরুন। (109 নং সূরা)

১২)প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?

উত্তরঃ সূরা কাহাফ (18 নং সূরা))

১৩) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জাল এর ফেতনা থেকে রক্ষা করবে?

উত্তরঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। (18 নং সূরা))

১৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা সাজদা ও দাহার।

১৫) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তেলাওয়াত করা সুন্নাত?

উত্তরঃ সূরা আ’লা ও গাশিয়া।

১৬) প্রশ্নঃ পবিত্র কুরআন কত বছরে নাযিল হয়?

উত্তরঃ তেইশ বছরে।

১৭) প্রশ্নঃ ‘মুহাম্মাদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?

উত্তরঃ চার স্থানে। (১) সূরা আল ইমরান আয়াত- ১৪৪। (২) সূরা আহযাব আয়াত নং ৪০। (৩) সূরা মুহাম্মাদ আয়াত নং ২। (৪) সূরা ফাতাহ আয়াত নং ২৯।

১৮) প্রশ্নঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?

উত্তরঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী…..

১৯) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?

উত্তরঃ আল্লাহ্ বলেন, ( ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﻳَﻮْﻣًﺎ ﺗُﺮْﺟَﻌُﻮﻥَ

ﻓِﻴﻪِ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺛُﻢَّ ﺗُﻮَﻓَّﻰ ﻛُﻞُّ ﻧَﻔْﺲٍ ﻣَﺎ ﻛَﺴَﺒَﺖْ ﻭَﻫُﻢْ ﻟَﺎ

ﻳُﻈْﻠَﻤُﻮﻥَ ) সূরা বাক্বারার ২৮১ নং আয়াত। (ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নয় দিন জীবিত ছিলেন।- আল ইতক্বান ফি উলূমিল কুরআন)

২০) প্রশ্নঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?

উত্তরঃ সূরা ফাতিহা।

২১) প্রশ্নঃ পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল?

উত্তরঃ সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে।

২২) প্রশ্নঃ সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?

উত্তরঃ আবু বকর (রাঃ)।

২৩) প্রশ্নঃ কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল?

উত্তরঃ যায়েদ বিন সাবেত (রাঃ) কে।

২৪) প্রশ্নঃ কার পরামর্শে এই কুরআন একত্রিত করণের কাজ শুরু হয়?

উত্তরঃ ওমর বিন খাত্তাব (রাঃ)

আরও পড়ুনঃ জাজাকাল্লাহ খাইরান অর্থ কি | Jazakallah Khairan Meaning

২৫) প্রশ্নঃ রাসূলুল্লাহ্ (সাঃ) এর ওহী লেখক কে কে ছিলেন?

উত্তরঃ আলী বিন আবী তালেব, মুআবিয়া বিন আবী সুফিয়ান, যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা’ব প্রমুখ (রাঃ)।

২৬) প্রশ্নঃ কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষরে নকতা দেয়া হয়?

উত্তরঃ উমাইয়া খলীফা আবদুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।

২৭) প্রশ্নঃ কুরআনে নকতা দেয়ার কাজটি কে করেন?

উত্তরঃ নসর বিন আছেম বিন ই’য়ামার (রহঃ)।

২৮) প্রশ্নঃ কুরআনে কে হরকত (যের যবর পেশ ইত্যাদি) সংযোজন করেন?

উত্তরঃ খলীল বিন আহমাদ আল ফারাহীদী (রহঃ)।

২৯) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে?

উত্তরঃ ১১৫ বার।

৩০) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার আখেরাত শব্দটি এসেছে?

উত্তরঃ ১১৫ বার।

৩১) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?

উত্তরঃ ৩২৩৬৭১টি।

৩২) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?

উত্তরঃ ৭৭৪৩৯টি।

৩৩) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?

উত্তরঃ 

  • ১) আয়েশা(রাঃ) —– ৬,৬৬৬ টি।
  • ২) উসমান(রাঃ) —– ৬,২৫০ টি।
  • ৩) আলী(রাঃ) ——- ৬,২৩৬ টি।
  • ৪) ইবনে মাসুদ(রাঃ)– ৬,২১৮ টি।
  • ৫) মক্বার গনণা ——- ৬,২১২ টি।
  • ৬) ইরাকের গনণা —- ৬,২১৪ টি।
  • ৭) বসরার গনণা —– ৬,২২৬ টি।

৩৪) প্রশ্নঃ কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?

উত্তরঃ সূরা বাক্বারার শেষের আয়াত দু’টি। (285 ও 286 নং আয়ত)

৩৫) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়?

উত্তরঃ ১৪টি। আ’রাফ (২০৬নং আয়াত), রা’দ (১৫নং আয়াত), নাহাল(৪৯নং আয়াত),

ইসরা (১০৭নং আয়াত),মারইয়াম (৫৮নং আয়াত), হাজ্জ (১৮ ও৭৭ নং আয়াত), ফুরক্বান (৬০নং আয়াত),নামাল (২৫নং আয়াত),সজিদা (১৫নং আয়াত), সোয়াদ(২৪নং আয়াত), হা-মীম আস সাজদাহ(৩৭নং আয়াত), নাজম (৬২নং আয়াত), ইনশক্বিাক (২১নং আয়াত), আলাক(১৯নং আয়াত)।

৩৬) প্রশ্নঃ কোন সূরায় দু’টি সিজদা রয়েছে?

উত্তরঃ সূরা হজ্জ। (18 ও ৭৭ নং আয়াত)

৩৭) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার রহমান শব্দের উল্লেখ হয়েছে?

উত্তরঃ ৫৭ বার।

৩৮)প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার জান্নাত শব্দ এসেছে?

উত্তরঃ ১৩৯ বার। (একবচন, দ্বিবচন ও বহুবচন শব্দে)

৩৯) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে?

উত্তরঃ ৭৭বার।

৪০) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন বাক্যটি এসেছে?

উত্তরঃ ৬বার।

আরও পড়ুনঃ সহীহ শুদ্ধ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ দেখুন

৪১) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন আয়াতে আরবী ২৯টি অক্ষরই রয়েছে?

উত্তরঃ সূরা ফাতাহ এর ২৯ নং আয়াতে।

৪২) প্রশ্নঃ সূরা ফাতিহায়, মাগযূবে আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং ‘যাল্লীন’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?

উত্তরঃ ‘মাগযূবে আলাইহিম’ বলতে ইহুদীদেরকে এবং ‘যাল্লীন’বলতে খৃষ্টানদেরকে বোঝানো হয়েছে।

৪৩) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ‘মীম’ অক্ষরটি নেই?

উত্তরঃ সূরা কাওসার।

৪৪) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ﻙ ‘কাফ’ অক্ষরটি নেই?

উত্তরঃ সূরা কুরাইশ, ফালাক ও আসর।

৪৫) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রাহীম রয়েছে?

উত্তরঃ সূরা নামল। (২৭ নং সূরা)

৪৬) প্রশ্নঃ কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই?

উত্তরঃ সূরা তাওবা। (৯নং সূরা)

৪৭) প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট কতবার বিসমিল্লাহির রাহমানির রাহীম রয়েছে?

উত্তরঃ ১১৪ বার।

৪৮) প্রশ্নঃ কোন্ সূরা সম্পর্কে ইমাম শাফেঈ বলেন, মানুষের জন্য এ সূরাটি ব্যতীত অন্য সূরা নাযিল না হলেও যথেষ্ট ছিল?

উত্তরঃ সূরা আসর।

৪৯) প্রশ্নঃ পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ ২৫ জন।

৫০)প্রশ্নঃ মাক্কী সূরা ও মাদানী সূরা বলতে কি বুঝায়?

উত্তরঃ 

  1. মাক্কীঃ মদীনায় হিজরতের পূর্বে যা নাযিল হয়েছে।
  2. মাদানীঃ মদীনায় হিজরতের পর যা নাযিল হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ