আপনার বিপদের বন্ধু যেই ২০ টি ওয়েবসাইট





বর্তমান জেনারেশন অনলাইন সম্পর্কে সবাই অবগত। আবার এই অনলাইন জগতটাই অনেকের কাছে সমস্ত কিছু।  বর্তমানে অনলাইনের প্রতি এতটাই নির্ভরশীল যে আমাদের সমস্ত কিছুই অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সবকিছুই  অনলাইন থেকে পেয়ে যাচ্ছি। তবে আজকে আমি আপনাদের সাথে যেই ওয়েবসাইটগুলো শেয়ার করব অনেকেই এই ওয়েবসাইট সম্পর্কে জানেন না।

আপনিও যদি এই ওয়েবসাইট এবং টুলস গুলো সম্পর্কে না জেনে থাকেন তবে এটা আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী একটি পোস্ট।  কারণ এই ওয়েবসাইটগুলো আপনাকে অনেক কিছুই খুব সহজেই আয়ত্ত্ব করার সুযোগ দিয়ে থাকে। চলুন তাহলে দেখে নেই ওয়েবসাইট গুলোর তালিকা সমূহ এবং এদের কি ধরনের কাজ? 

দেখে নিন ম্যাজিকের মতো কার্যকরী ২০ টি ওয়েবসাইটঃ

১। https://builtwith.com/ কোন ওয়েবসাইট কীভাবে বানিয়েছে জানতে চান? তাহলে চলে যান builtwith ওয়েবসাইটে এবং লিংকটি কপি করে দেখে নিন আপনার পছন্দের ওয়েবসাইট কী দিয়ে বানানো হয়েছে। 

২। https://www.computer-pdf.com/  কম্পিউটার / প্রোগ্রামিং রিলেটেড সকল PDF এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। একবার ভিজিট করে ম্যাজিক দেখুন। 

৩। https://screenshot.guru/ এটি অনেক সুন্দর একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমি সবসময় স্কিনশট নেই। যেমন আপনি যদি চান google এর স্কিনশট নিতে, থাহলে চলে যাবেন স্কিনশট ওয়েবসাইটে। তারপর গুগলের লিংক দিলেই স্কিনশট নিতে পারবেন। 

৪। https://virusscan.jotti.org/en এটি অনেক কাজের একটি ওয়েবসাইট। আমরা অনলাইনে অনেকসয় অনেক ফাইল ডাউনলোড করি, সেই ফাইলের ভিতর ভাইরাস আছে কিনা সেটা না জেনেই পিসিতে ইন্সটল করে দেই। তবে এই ওয়েবসাইটে আপনি যে কোন ফাইলের ভাইরাস চেক করতে পারবেন। 

৫। https://copychar.cc/ এটি অনেক মজার ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি যে কোন ইমোজি/আইকন সহজেই কপি করতে পারবেন। 

৬। https://earth.google.com/web/ অনলাইন বিশ্ব দেখতে পারবেন এই ওয়েবসাইট হতে। মন খারাপ হলে উঁকি মেরে আসতে পারেন। 

৭। https://invideo.io/ ভিডিও এডিটিং দক্ষতা ছাড়াই ভিডিও বানাতে চান আপনার চ্যানেল/ওয়েবসাইটের জন্য? তাহলে এই ওয়েবসাইটিতে এখনি চলে যান! 

৮। https://remotedesktop.google.com আপনার পিসির এক্সেস যে কারো সাথে যে কোন সময় শেয়ার করতে পারবেন এই টুলটি ব্যাবহার করে। 

৯। https://www.labnol.org/reverse/ এখানে আপনার ছবি আপলোড করে টুইন খুজে পেতে পারেন । 

১০। https://file.pizza/ নাম দেখেই বুঝতে পারতাছেন এই ওয়েবসাইটটি কত কিউট! 

১১। https://real.discount ইউডেমি সহ অনলাইনের সকল কিছুর ফ্রি কুপন এখানে পেয়ে যাবেন এখানেই! 

১২। https://pixlr.com/ অনলাইনের ফটোশপ বলা যায় এই ওয়েবসাইটকে। 

১৩। https://myactivity.google.com/myactivity গুগলে আপনি যত কিছু খুজেছেন সবই এই লিংকে গেলে পেয়ে যাবেন। 

১৪।  https://smartmockups.com/ আপনার করা যে কোন ডিজাইনের মোকাপ করতে পারবেন এই ওয়েবসাইট হতে। 

১৫। https://tinychat.com মন খারাপ? চলে যান এই ওয়েবসাইটে! তারপর আপনার যাকে ভালো লাগে তার সাথে কথা বলুন। চাইলে এই ওয়েবসাইটে ইংলিশ চর্চা করতে পারেন। 

১৬। http://www.webster-dictionary.net/ নাম দেখেই আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটের কাজ কী হবে। 

১৭। https://www.urbandictionary.com/ ডিশোকানারির জন্য আরেকটি পছন্দের ওয়েবসাইট। 

১৮। https://www.virustotal.com/gui/ এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ফাইলের ভাইরাস চ্যাক করতে পারবেন। স্পেশালি ওয়ার্ডপ্রেসের কোন নাল থিম সাইটে আপলোড করার আগে এখানে চ্যাক করে নিবেন। 

১৯। https://pixabay.com/ ফ্রিতে HD অসংখ্য ফটো পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। 

২০। https://www.freepdfconvert.com/ যে কোন ফাইল PDF আঁকারে কনভার্ট করতে এই ওয়েবসাইটটি আপনার জন্য পার্ফেক্ট। 

আপনি যদি উপরের সমস্ত বিষয় সম্পর্কে খুঁটিনাটি জেনে থাকেন, তাহলে আশা করছি ভবিষ্যতে আপনি এই ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে নিজের কাজকে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। আমরা চাই আপনাদের তথ্য বহুল পোষ্ট দিয়ে সাহায্য করার জন্য। পোষ্টটি সম্পর্কে আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।  এ ধরণের আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটার অফিশিয়াল পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।

আপনার কম্পিউটারের গতি বাড়াতে দেখে নিন এই পোস্টটি আরও দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. ভাই আপনার এই পোস্ট টি সত্যি অসাধারন আমার অনেক কাজে লাগবে। প্রতিনিয়ত এই ধরনের পোস্ট চাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্যে।

      মুছুন
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)